গম্ভীর বলেছিল বাবর মাঠ কাঁপাবে! কিন্তু নেদারল্যান্ডস বোলিংয়ের সামনে নিজেই কাঁপলেন পাক অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। হায়দ্রাবাদের নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল খাতায়-কলমে দুর্বল নেদারল্যান্ডস। কিন্তু এই ডাচ বোলিংয়ের সামনেই কেঁপে গেল পাকিস্তানের টপ অর্ডার। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার পার্ট-টাইম বোলারদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাবর আজম (Babar Azam)। কিন্তু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভবিষ্যৎবাণীকে মিথ্যে করে তিনিও এদিন ব্যর্থ।

এই টুর্নামেন্ট আরম্ভ হওয়ার আগে গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে তিনি মনে করেন বাবর আজম এই বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করবেন। ভারতের পিচে তিনি দর্শকদের বিনোদন দেবে বলে উল্লেখ করেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন ১৮ বল খেলে মাত্র ৫ রান করে শর্ট মিড উইকেটে স্পিনারের বলে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি।

babar netherlands

পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক এবং ফখর জামানও আজ চূড়ান্ত ব্যর্থ। প্রত্যেকের বিরুদ্ধেই সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন ডাচ বোলাররা। একসময় ৩৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রীতিমত বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান। অতি অল্পেই তাদের ইনিংস গুটিয়ে যাবে এমন আশঙ্কা তৈরি হয়েছিল।

কিন্তু তেমনটা হতে দিলেন না পাকিস্তানের দুই মিডল অর্ডার ব্যাটার মহম্মদ রিজওয়ান (৬৮) ও সাউদ সাকিল (৬৮)। কেউই শতরান পাননি কিন্তু পাকিস্তানের উইকেটরক্ষক পাকিস্তানের ইনিংসকে তৈরি করেন এবং সাকিল উল্টো দিক দিয়ে আক্রমণ করেন। ফলে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ভদ্রস্থ জায়গায় পৌঁছে গিয়েছে তারা।

এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে তিনি বাবর আজম ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন। আজ তার কাছে বড় সুযোগ ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে অনেক রান করে দ্বিতীয় স্থানে থাকা শুভমান গিলের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে তরুণ এই ওপেনার মাঠে নামতে পারবেন না সম্ভবত ডেঙ্গি সংক্রমণের কারণে। কিন্তু বাবর তেমনটা করতে পারলেন না।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর