বাংলা হান্ট ডেস্কঃ উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য হাইকোর্টে আরও একটি পিটিশন দাখিল হয়েছে। ওই পিটিশনে হেট স্পিচ (Hate Speech) দেওয়া অনেক নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। আবেদনে দিল্লী হিংসায় উস্কানিমূলক ভাষণ দেওয়া আর অপরাধিক গিতিবিধিতে লিপ্ত থাকলে নেতাদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়া দাবি তোলা হয়েছে। ওই পিটিশনে সার্বজনীন সম্পত্তি লোকসানের জন্য নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ তোলার কথা বলা হয়েছে।
Delhi: The petition submits that hate speeches were made by Congress leaders Sonia Gandhi, Salman Khurshid & BJP’s Anurag Thakur, Kapil Mishra & others. The petition also seeks selling of their properties to compensate victims of #Delhiviolence in North East Delhi last month. https://t.co/OFSm4hStZ0
— ANI (@ANI) March 11, 2020
দিল্লী হাইকোর্টে দাখিল আবেদনে কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi), কংগ্রেস নেতা সালমান খুরশিদ, বিজেপির নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওই পিটিশনে বলা হয়েছে, ‘কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সালমান খুরশিদ আর বিজেপির নেতা কপিল মিশ্রা এবং অনুরাগ ঠাকুর আর অন্যান্য নেতারা উস্কানিমূলক ভাষণ দিয়েছেন।”
হাইকোর্টে দাখিল আবেদনে হেট স্পিচ দেওয়া নেতাদের সম্পত্তি বিক্রি করে উত্তর পূর্ব দিল্লীর হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।