পাড়া ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা! টোটোর পেছনে ৫ কিমি ছুটল কুকুর! ভাইরাল ভিডিও দেখে আবেগাপ্লুত নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে সবচেয়ে চিরন্তন জিনিস হল ভালোবাসা। যা দিয়ে জয় করে নেওয়া যায় সবকিছুই। তবে, ভালোবাসা যে শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ তা নয় বরং তা ছড়িয়ে যায় সমগ্র জীবজগতের মধ্যেও। আর তাইতো অবলা প্রাণীরাও ভরসা করে মানুষকে। আমরা সবাই জানি জীবকুলের মধ্যে কুকুর হল অত্যন্ত প্রভুভক্ত প্রাণী। পাশাপাশি তারা অত্যন্ত বিশ্বস্তও বটে।

এমতাবস্থায়, কুকুরদের নিয়ে একাধিক ভিডিও আমরা ইতিমধ্যেই দেখেছি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার যে দৃশ্য সামনে এসেছে তা দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। মূলত, আমাদের প্রত্যেকের জীবনেই বন্ধুদের অবদান থাকে অনেকখানি। তবে, মাঝে মাঝে সারমেয়রাও পরিণত হয় বন্ধুতে। আর তাইতো প্রিয় বন্ধুর ছেড়ে চলে যাওয়া মানতে পারেনি এক কুকুর। যেকারণে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ টোটোর পেছনে ছুটে পাড়ি দেয় সে।

একটানা ৫ কিমি দৌড়ে যায় কুকুরটি:
জানা গিয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটি উত্তরপ্রদেশের। সেখানে, আগ্রার একটি পথকুকুরকে প্রায় ৫ কিলোমিটার ধরে একটি টোটোর পেছনে ছুটতে দেখা যায়। মূলত, ওই টোটোতে একটি পরিবার তাঁদের জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এমতাবস্থায়, কুকুরটিও সেই পরিবারটিকে অনুসরণ করে।

শিশুদের সাথে বন্ধুত্ব:
মূলত, আগ্রার জগদীশপুরায় মারুতি স্টেট মোড়ের কাছে বসবাসকারী একটি পরিবার সেখান থেকে স্থানান্তরিত হচ্ছিল। যার কারণে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে অন্যত্র পাড়ি দিচ্ছিল তারা। এদিকে, ওই পরিবারের ছেলেমেয়েরা ওই কুকুরটির সাথে খেলত, তাকে খাওয়াতো এবং সময়ও কাটাত। আর ওইজন্যই প্রিয় বন্ধুদের চলে যাওয়া মানতে পারেনি সে।

ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়:
এদিকে, গত সোমবার যখন ওই পরিবারটি বাড়ি থেকে বের হচ্ছিল, তখনই কুকুরটি তাদের অনুসরণ করে। শুধু তাই নয়, কুকুরটি দীর্ঘপথ তাদের সাথে সাথেই ছুটতে থাকে। সেই সময়েই রবি গোস্বামী নামের এক ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিওর মাধ্যমে রেকর্ড করে নেন। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে রবি সংবাদমাধ্যমকে জানান যে, “ওই কুকুরটি দীর্ঘক্ষণ তাঁদের পেছনে ছুটতে থাকে। এরপরে ওই পরিবারের লোকজন টোটো থামিয়ে কুকুরটিকে সঙ্গে নিয়ে যান।”

পাশাপাশি, ভিডিওটিতে এখন পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা। এছাড়াও, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের মন্তব্যও জানান নেটিজেনরা। এদিকে, কুকুরটির এহেন আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন সকলেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর