বাংলাহান্ট ডেস্ক : আজ আমরা ইউটিউবের উঠতি তারকা এলভিশ যাদব সম্পর্কে কথা বলতে চলেছি যিনি আজকের সময়ে দাঁড়িয়ে কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন। তার গল্প খুবই অনুপ্রেরণা যোগায় হাজার হাজার মানুষকে। আজ ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে, যারা তাদের নিজস্ব উপায়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে এমন ইউটিউবার খুব কমই আছে, যাদের ভিডিওর জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে! এলভিশ যাদবের বর্তমানে রয়েছে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়িং।
এলভিশ যাদব 14 সেপ্টেম্বর 1997 সালে হরিয়ানার গুরগাঁওতে জন্মগ্রহণ করেন। এলভিশ যাদব যাদবের বাবা রাম অবতার পেশায় একজন অধ্যাপক এবং এলভিশের মা সুষমা যাদব একজন আদ্যোপান্ত গৃহিণী। ছোটবেলা থেকেই মেধাবী এলভিশ যাদব পড়াশোনা করেছেন অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলে ।
এলভিশ যাদবের জনপ্রিয়তার সবচেয়ে বড় রহস্য হল তিনি তার প্রায় প্রতিটি ভিডিও আঞ্চলিক হরিয়ানভি ভাষায় তৈরি করেন। তার বেশকিছু ভিডিও খুব তাড়াতাড়িই স্থানীয় মানুষদের মন জিতে নিয়েছে। আজ তার ভিডিওগুলিতে লক্ষ লক্ষ ভিউ। শুধু তাই নয়, তিনি প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথেই ট্রেন্ডিং শুরু হয়। 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফির সময়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপর তার করা ভিডিও ভাইরাল হতেই এলভিশ যাদবের জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপরেই তিনি ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড করা শুরু করে।
জানা গিয়েছে, এলভিশ যাদব আশীষ চঞ্চলানির ভিডিও দেখতে পছন্দ করতেন এবং আশীষের থেকে অনুপ্রাণিত হয়ে এলভিশ যাদব নিজের ভিডিও তৈরি করার কথা ভেবেছিলেন। এলভিশ যাদব প্রথমে কিছু প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছিলেন, তবে তিনি তাতে তেমন সাফল্য পাননি। তারপর তিনি মজার ভিডিও তৈরীর দিকেই নজর রাখেন। আজ তিনি তার ইউটিউব চ্যানেল থেকেও লাখ লাখ টাকা আয় করছেন।