অ্যাকাউন্ট ব্যবহার না করলে কাটা হবে জরিমানা, ১ মে থেকে বদলে গেল এমনই বহু নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: রবিবার থেকে শুরু মে মাস। এই মাসে অনেক কিছুই বদল হতে চলেছে দেশে। ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মে বদল হচ্ছে, তেমনি দেশব্যাপী তৃতীয়দফার টিকাকরণ শুরু হচ্ছে। এছাড়া আরও অনেকগুলি ব্যাপারে বদল হচ্ছে চলতি মাসে।

১) নিয়মে একাধিক বদল আনছে অ্যাক্সিস ব্যাঙ্ক

সেভিংস অ্যাকাউন্ট যাদের সেই সকল গ্রাহকদের জন্যও নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন আনছে অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেভিংস অ্যাকাউন্ট যাদের তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। যদিও ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখতে পারলে জরিমানা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়াও পয়লা মে থেকে নির্দিষ্টবার টাকা তোলার পর ফের টাকা তুলতে গেলে অতিরিক্ত কর ধার্য করা হবে। এতদিন অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কমপক্ষে ১০ হাজার টাকার ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হত গ্রাহকদের। এ বার সেটাই বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সেটা না হয় সে ক্ষেত্রে প্রতি ১০০ টাকা কমে ১০ টাকা করে মাসুল ধার্য করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

২) শুরু হচ্ছে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ

১৮ উর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।ভ্যাকসিন নিতে গেলে কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। গত ২৮ এপ্রিল থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হচ্ছে দেশে।

৩)বদলে যাবে রান্নার গ্যাসের দাম

প্রত্যেক মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দাম বদল করে তেল কর্পোরেশন সংস্থাগুলি। ফলে মে মাসের প্রথমদিন থেকে রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে। বর্তমানে রাজধানীতে ১৪.২ কেজির ভর্তুকিযু্ক্ত গ্যাসের দাম ৮০৯ টাকা। গত কয়েক মাস ধরেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ফলে এ বার মূল্য বৃদ্ধির সূচক কোনদিকে যায় সেদিকে নজর থাকবে।

৪)অব্যবহৃত অ্যাকাউন্টগুলি থেকে তোলা হবে জরিমানা

যে সেভিংস অ্যাকাউন্টগুলি ১৭ মাস ধরে ব্যবহার হয় না, ১৮ তম মাস থেকে সেই অ্যাকাউন্টগুলির উপরও মাসিক ১০০ টাকার জরিমানা কাটা হবে। যে স্যালারি অ্যাকাউন্টগুলি ছয় মাসের বেশি পুরনো এবং শেষ একমাসে কোনও টাকা ঢোকেনি, সেগুলির ক্ষেত্রে ১০০ টাকা করে জরিমানা কেটে নেওয়া হবে।

৫)দ্বিগুণ হচ্ছে স্বাস্থ্যবিমার অঙ্ক

১ এপ্রিল থেকে যে স্বাস্থ্যবিমার জন্য মাথাপিছু ৫ লক্ষ বরাদ্দ ছিল, সেটাই বাড়িয়ে ১০ লক্ষ করা হচ্ছে মে মাস থেকে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আরোগ্য সঞ্জীবনী পলিসির বিমা গ্রাহকদের বিমার অর্থমূল্য বাড়িয়ে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।

 


Udayan Biswas

সম্পর্কিত খবর