বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসেই জানতে পারি দুনিয়ার সব খবর। শুধু বিনোদন বা ইনফরমেশন নয়, পুরনো স্মৃতিকে টাটকা করার জন্য সোশ্যাল মিডিয়ার জুরি মেলা ভার। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার আমরা জানতে পারলাম অতীত দিনের ফেলে আসা একটি মাস্টারপিস সম্পর্কে।
ববি দেওল (Bobby Deol) অভিনীত ‘অ্যানিমাল’ ছবির ‘জামাল কুদু’ নাচে গোটা দেশ বিভোর। ৮ থেকে ৮০, সোশ্যাল মিডিয়ায় এই গানের তালে পা মেলাচ্ছেন অনেকেই। বিয়ে বাড়ি ও অনুষ্ঠান বাড়িতে এই গানের নাচের স্টেপ তুমুল জনপ্রিয়। এই নাচের মাধ্যমে গত বছর নতুন করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি।
আরোও পড়ুন : সিঙারা বেচতেন বাবা! প্রথম রোজগার ছিল ৫০ টাকা! আজ একটা গান গাইতেই নেন ১৫ লাখ! চেনেন গায়িকাকে?
মাথার উপর মদের গ্লাস রেখে এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ববিকে নতুন করে বিখ্যাত করে তোলে। তবে এর অনেক আগে বলিউডের (Bollywood) এক অভিনেত্রী নেচেছিলেন এই ভঙ্গিতে। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে রেখাকে এই ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছিল। ১৯৮৮ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল জেকে বিহারির পরিচালনায়। রেখা (Rekha) এই ছবিতে ‘সাসুজি তু নে মেরি কদর না জানি’ গানে নেচেছিলেন মাথার উপর মদের গ্লাস রেখে।
1988 jamal kudu steps by rekha ji.
Movie – Biwi ho to aisiLody bobby se phele Lord Rekha ji ❤️🧿#MayDay #viralvideo pic.twitter.com/GxPWEyx5Nm
— Jitender Bhatawadekar (parody IPL♎🏏🏏) (@PyaraBetaa) May 2, 2024
প্রসঙ্গত, সুপারস্টার সালমান খান এই ছবির মাধ্যমে পা রাখেন বলিউডে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রেখার এই নাচের ভিডিওর সাথে জামাল কুদু গানের অংশ যুক্ত করে ছাড়া হয়েছে। এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশংসা করেছেন রেখার এই নাচের। আবার অনেকেই বলেছেন আজও নতুন প্রজন্মের ভরসা সেই পুরনোরা।