বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একাধিক কারণে বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে ফেসবুক (Facebook)। এমনকি, কখনও বড়সড় ক্ষতির সম্মুখীন হয়ে আবার কখনও একইসঙ্গে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের জেরে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে সংস্থাটিকে। ঠিক সেই আবহেই এবার ফেসবুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হল Meta-র তরফে। শুধু তাই নয়, এর ফলে প্রত্যক্ষ প্রভাব পড়বে ব্যবহারকারীদের প্রোফাইলেও।
মূলত, এতদিন যাবৎ ফেসবুকে ব্যবহারকারীদের প্রোফাইলে তাঁদের ব্যক্তিগত তথ্য এবং নিজস্ব মতামতের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি কলামের দেখা মিলত। তবে, এবার নতুন এই নিয়মের জেরে বেশ কিছু তথ্য সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে, এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার থেকে ব্যবহারকারীদের ধর্মীয় মতামতের পাশাপাশি রাজনৈতিক মতামত এবং ঠিকানা আর দেখানো হবে না।
এছাড়াও, আগামী মাস থেকে ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইলে সেক্সুয়াল প্রেফারেন্সও আর দেখা যাবে না। এদিকে, ইতিমধ্যেই এই আসন্ন পরিবর্তনটির প্রসঙ্গে ব্যবহারকারীদেরকে নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে ফেসবুক। এই প্রসঙ্গে মেটার এক মুখপাত্র এমিল ভাজকুয়েজ (Emil Vazquez) জানিয়েছেন যে, যে সমস্ত ব্যবহারকারীদের এই কলামগুলি ফিলআপ করা আছে, তাঁদেরকে সংস্থার তরফ থেকে নোটিফিকেশন পাঠিয়ে জানানো হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে আর এই কলামগুলির অস্তিত্ব থাকবে না।
যদিও, সংশ্লিষ্ট কলামগুলিকে সরিয়ে নেওয়া হলেও সেখানে থাকা ব্যক্তিগত তথ্যগুলির যে বেহাত হওয়ার একেবারেই কোনো সম্ভাবনা নেই, সেই প্রসঙ্গেও সবাইকে নিশ্চিন্ত করেছেন তিনি। এদিকে, সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা (Matt Navara) সর্বপ্রথম এই খবরটি জনসমক্ষে নিয়ে আসেন। বেশ কয়েকটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করে তিনি পুরো বিষয়টির পরিপ্রেক্ষিতে জানান যে, আগামী ১ ডিসেম্বর থেকে ইউজার প্রোফাইলে নির্দিষ্ট কিছু কলামগুলিকে না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০০৪ সালের পর এই প্রথম বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে Meta। যার ফলে খরচ সামলাতে কার্যত বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হয় সংস্থাকে। শুধু তাই নয়, সংস্থার এই বেহাল পরিস্থিতিতে দুঃখপ্রকাশ করেছেন স্বয়ং মার্ক জুকেরবার্গও। তিনি জানিয়েছেন যে, মেটাভার্স প্রকল্পের জন্য ইতিমধ্যেই বিপুল টাকা বিনিয়োগ করেছে কোম্পানি। যদিও, সেখান থেকে এখনও নির্ধারিত লাভ আসছে না। এমনকি, ক্ষতির সম্মুখীন হওয়ার বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকাতেও অনেকটাই নেমে গিয়েছেন জুকেরবার্গ। আপাতত, তিনি রয়েছেন ২৭ নম্বর স্থানে।