করিশ্মা কাপুরের কো স্টার থেকে মিমির বোনঝি, ১১-তেই পর্দা কাঁপানো অয়ন্যার সফর জানেন?

বাংলা হান্ট ডেস্ক : পরকীয়া, বহুবিবাহ বাদ দিয়ে নিখাদ বিনোদনের একটি সিরিয়াল হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। প্রথম থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছে দুই খুদে মানিক ও কমলা। ইতিমধ্যেই তাবড় তাবড় নায়িকাদের টেক্কা দিচ্ছেন অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

অয়ন্যার অভিনয় যাত্রা শুরু হয় ‘করুনাময়ী রানী রাসমণি’ সিরিয়াল দিয়ে। সিরিয়ালটিতে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর প্রথম প্রোজেক্টেই দর্শকদের মুগ্ধ করে ফেলেন তিনি। এরপর ছোটপর্দা থেকে সোজা পৌঁছে যান বড়পর্দায়। মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ ছবিতে দেখা যায় মিষ্টি অয়ন্যাকে।

উল্লেখ্য, সাল ২০২২ এ মুক্তি পেয়েছিল ‘মিনি’। ছবিতে নুসরতের বোনঝির চরিত্রে অভিনয় করেছিলেন অয়ন্যা। এরপর তাকে দেখা যায় ওয়েব সিরিজের দুনিয়ায়। আর তাও আবার গ্ল্যাম ডিভা করিশ্মা কাপুরের সঙ্গে। সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ অল্প বয়সেই সর্বত্র নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন অয়ন্যা। এই ছোট্ট বয়সে যে দূর্দান্ত অভিনয় তিনি করছেন তাতে মুগ্ধ না হয়ে সত্যিই পারা যায় না‌।

আরও পড়ুন : ‘জওয়ান’ মুক্তির একদিন আগে ‘গদর ২’র হাল বেহাল! ২৭তম দিনে এত কোটি আয় করল সানির ছবি

এরপর তাকে দেখা যায় এক ভিন্ন স্বাদের গল্প ‘বোধিসত্বের বোধবুদ্ধি’তে। তবে দুঃখের বিষয়, টিআরপি না থাকায় বন্ধ করে দেওয়া হয় এই মেগা‌। এসবের পরেই যখন সবাই ভাবছে অয়ন্যাকে আর কোন চরিত্রে দেখতে পাবে ঠিক তখনই তিনি হাজির স্টার জলসায়। সম্পূর্ণ ভিন্ন ধরণের এক গল্প নিয়ে কামব্যাক করেন এই শিশুশিল্পী।

আরও পড়ুন : পুরনোদের টেক্কা দিচ্ছে নতুনরা! শুরুতেই খেল দেখালো Love বিয়ে আজকাল! TRP-তে বড় চমক

a4ed466b49eca376c559d95288db08912

মাত্র ১১ বছর বয়সেই একটা সিরিয়ালের লিড রোলে অভিনয় করা সত্যিই চাট্টিখানি কথা নয়। তবে এই কঠিন কাজকেই সহজ করে দেখিয়েছেন এই খুদে। অবশ্য এর কৃতিত্ব এক অভিনেত্রীর নয় সাথে মানিক অর্থাৎ সুকৃত বসুরও বটে। বৌ পাগলা এই ছেলের ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। বর্তমানে টেলিভিশনের পর্দায় চলতে থাকা সিরিয়ালের ভিড়ে মানিক-কমলা জুটির ফ্যান কিন্তু অজস্র।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর