বাংলাহান্ট ডেস্ক : গোটা বছর কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকেন। উত্তরবঙ্গ যাওয়া মানে রূপসী বাংলার এক অনন্য রূপের সাথে পরিচয় ঘটা। উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড় থেকে ডুয়ার্সের অভয়ারণ্য, সবকিছুই চাক্ষুষ করা যায়। কিন্তু পুজোর সময় উত্তরবঙ্গ যাওয়ার টিকিটের আকাল দেখা যায়। পুজোর সময় উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনগুলি প্রায় তিন মাস আগে থেকেই হাউসফুল হয়ে যায়।
দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, তিস্তা তোর্সা ট্রেনগুলির টিকিট পুজোর কয়েক মাস আগে থেকেই বুক হয়ে যায়। ইচ্ছা থাকলেও অনেকের আর পুজোর সময় পাহাড় গিয়ে ওঠা হয়না। তবে আজ আপনাদের এমন একটি সিক্রেট রুটের কথা বলব যার মাধ্যমে পুজোর সময় সহজেই উত্তরবঙ্গ (North Bengal) যেতে পারেন। এই রুটের ট্রেনে আপনারা সহজেই টিকিট পেয়ে যাবেন।
অনেক যাত্রী একথাও বলেছেন পুজোর এক সপ্তাহ আগে বুক করলেও এখানকার ট্রেনের টিকিট পাওয়া যায়। প্রথমেই বলে রাখি এই সিক্রেট রুটের অর্থ হল ব্রেক জার্নি করে উত্তরবঙ্গ যাওয়া। কলকাতা থেকে ট্রেনে উঠে আপনাকে মাঝে আরো একটি ট্রেন বদল করতে হবে। কলকাতায় আপনার যাত্রা শুরু হবে কলকাতা স্টেশন থেকে।
কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেস প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়ে। এই ট্রেনে উঠে আপনাকে নামতে হবে বারসোই স্টেশন। পরের দিন সকাল ৫ঃ১৫ মিনিটে রাধিকাপুর এক্সপ্রেস বারসোই স্টেশনে পৌঁছাবে। বারসোই স্টেশন থেকে একাধিক ট্রেন নিউ জলপাইগুড়ি যায়। বারসোই স্টেশন থেকে দুপুর পর্যন্ত প্রায় চারটি ট্রেন এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়।
সকাল ৮ টা বেজে ৩২ মিনিটে ক্যাপিটাল কামাক্ষা এক্সপ্রেস ছাড়ে। এই ট্রেন করে আপনারা ঘুর পথে সহজেই উত্তরবঙ্গ পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে বারসোই স্টেশন পর্যন্ত স্লিপারে ট্রেনের ভাড়া পড়বে ২৬৫ টাকা। 3AC কোচের ভাড়া 705। বারসোই স্টেশন থেকে স্লিপারে নিউ জলপাইগুড়ির ভাড়া ১৪৫ টাকা।