এই ১টা মাত্র কারণে ভারতের মাটিতেও বিশ্বকাপ জিততে পারবে না রোহিতের ভারত! ব্যাখ্যা অশ্বিনের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) আরম্ভ হতে আর ১০০ দিনও বাকি নেই। শেষবার যখন ভারত কোনও ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল, তখনো ক্রিকেটের ইতিহাসে কোনও দল দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের কীর্তি করতে পারেনি। কিন্তু ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) প্রথম দেশ হিসেবে ঘরের মাটিতে বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে পরবর্তী দুটো বিশ্বকাপের সেই ধারা বজায় রেখেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার ভারতের মাটিতে আয়োজিত হওয়া এই বিশ্বকাপেও কি এই ধারা বজায় থাকবে?

২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ না হলেও অংশ ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ওই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর তিনি প্রথমবার দলের সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ মিলিয়ে তিনি মোট চারটি উইকেট নিয়েছিলেন।

আসন্ন ২০২৩ বিশ্বকাপে তিনি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের অংশ হবেন কিনা সেই নিয়ে এখনও সন্দেহ রয়েছে। এমন অবস্থায় ভারতের বিশ্বকাপ জয়ের সুযোগ নিয়ে মুখ খুলেছেন তারকা অফস্পিনার। নিজের বক্তব্যে তিনি বলেছেন যে দু-একটা বিশেষ ক্ষেত্র বাদ দিলে অত্যন্ত শক্তিশালী দল এবং দেশের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপ জেতা নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে।

all out by team india

তবে একটি বিশেষ বিষয় নিয়ে অশ্বিন চিন্তিত। ভারতীয় টেস্ট দলে অপরিহার্য তারকা চান যে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুরু হোক সকালের দিকে। কেন তিনি এমনটা চাইছেন সেই ব্যাখ্যাও করেছেন তিনি। তিনি চাইছেন বিশ্বকাপের মত এত বড় মঞ্চে যেন টস খুব গুরুত্বপূর্ণ হয়ে না দাঁড়ায়। টসে হেরে যাওয়া দলেরও যেন ম্যাচে লড়াই করার পূর্ণ সুযোগ থাকে।

এই একটা বিষয়ই ভারতের বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করছেন অশ্বিন। ভারতীয় উপমহাদেশের যে সময় বিশ্বকাপ আয়োজিত হচ্ছে সেই সময় শিশিরের একটা বড় প্রভাব বেশ কয়েকটি ভেন্যুতে লক্ষণীয় হতে পারে। তিনি জানিয়েছেন যে যখন তারা বিশ্বকাপ জিতে ছিলেন তখন বছরের সম্পূর্ণ ভিন্ন সময়ে খেলা হয়েছিল এবং ওই সময়ে অতটা প্রভাব ফেলেনি। পরের দিকে শিশিরের প্রভাবের কারণে প্রথমে বোলিং করা দলগুলি বাড়তি সুবিধা পাবে, এমনটা আশঙ্কা করছেন তিনি। আর ভারতীয় দল যদি গুরুত্বপূর্ণ ম্যাচে টস সেটা এমন পরিস্থিতির শিকার হয় তাহলে ফের একবার বিশ্বকাপ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর