বাংলা থেকে এক ট্রেনে নৈনিতাল, ভাড়াও অনেক কম! গরমের ছুটিতে বড় উপহার রেলের, রইল সময়সূচী

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের অন্যতম বৃহত্তম একটি রেলওয়ে নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গন্তব্যে পৌঁছানোর জন্য ভরসা রাখেন রেলের উপর। অফিস যাওয়া হোক কিংবা ঘুরতে যাওয়া, অথবা পরিবার কিংবা বন্ধুদের সাথে দূরবর্তী কোনো পর্যটন কেন্দ্রে ছুটি কাটাতে যাওয়া, আমাদের সবার কাছে ভরসা অপর নাম রেল ব্যবস্থা।

রেলের পক্ষ থেকে বিভিন্ন সিজনে যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক ট্রেন (Trains) চালানো হয়। এবার গ্রীষ্মকালে পর্যটকদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে গরমের তাণ্ডব। ইতিমধ্যে গরমের ছুটি পড়ে গেছে সরকারি স্কুলে। এই আবহে অনেকই চাইছেন পাহাড়ে কয়েকটা দিন ঘুরে আসতে।

আরোও পড়ুন : টিকিট বাতিলের ক্ষেত্রে মাত্র এত টাকা কাটবে IRCTC! যাত্রীদের স্বস্তি দিয়ে হিসেবে দিল রেল

অনেক পর্যটক রয়েছেন যারা এই সময়টাতে ঘুরতে যান উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতাল (Nainital)। পাহাড় ঘেরা হ্রদের এই শহরটি চিরকাল পর্যটকদের আকর্ষণ করে এসেছে। পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে নৈনিতাল যাওয়া মোটেও সহজ ছিল না। তবে এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল রেল। এবার থেকে মালদহ টাউন (Malda Town) থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে নৈনিতাল।

আরোও পড়ুন : ভারতের আকাশে উড়বে ট্যাক্সি! ৭ মিনিটে ২৭ কিমি! এও কী সম্ভব? দুর্দান্ত পরিকল্পনা Indigo’র

পূর্ব রেলের পক্ষ থেকে জানা গেছে নৈনিতাল যাওয়ার জন্য সরাসরি ট্রেন চালু হচ্ছে এবার। এই ট্রেনটি যাবে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত। সামার স্পেশাল এই ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার করে ছাড়বে। এই ট্রেনের টিকিটের দাম সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ঠিক করা হয়েছে।

প্রকাশ্যে এসেছে ট্রেনের সময়সূচিও। গতকাল অর্থাৎ ২৪ শে এপ্রিল থেকে যাত্রা শুরু করেছে মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেন। ০৩৪১৫ মালদহ টাউন – লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন থেকে বুধবার ছাড়বে ১৭.১৫ টায়। এই ট্রেনটি চলবে ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত।

Indian Railways will run 43 percent more trains this summer.

প্রতি বৃহস্পতিবার ০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল ২১.০৫ টায় ছাড়বে লালকুয়ান থেকে। এই ট্রেনটি স্টপেজ দেবে পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে। সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে এই ট্রেনে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর