ভারতের আকাশে উড়বে ট্যাক্সি! ৭ মিনিটে ২৭ কিমি! এও কী সম্ভব? দুর্দান্ত পরিকল্পনা Indigo’র

বাংলাহান্ট ডেস্ক : শুধু বিমান বা হেলিকপ্টার নয়, এবার আকাশ পথে উড়বে ট্যাক্সি (Electric Air Taxi)। দ্রুত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অভিনব ভাবনা ইন্ডিগোর (Indigo)। ইউএস-ভিত্তিক আর্চার এভিয়েশনের সাথে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগোর (Indigo) মূল সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। আকাশ পথে এই ট্যাক্সি মাত্র ৭ মিনিটে যাত্রীদের দিল্লির কনট প্লেস থেকে পোঁছে দেবে গুরুগ্রামে।

আর্চার এভিয়েশনের তরফ থেকে দেওয়া হবে ২০০ টি এয়ার ট্যাক্সি। এই ট্যাক্সিগুলি একজন পাইলট ছাড়াও চারজন যাত্রী বহন করতে সক্ষম। এছাড়াও হেলিকপ্টারের মতো করে ব্যবহার করা যাবে এগুলিকে। এছাড়াও লক্ষ্য রাখা হচ্ছে যাতে এই ট্যাক্সিগুলিতে আওয়াজ কম হয় এবং যাত্রী নিরাপত্তায় ত্রুটি না থাকে।

আরোও পড়ুন : আর করা যাবে না একাধিক পেমেন্ট! ক্রেডিট কার্ড নিয়ে এবার নয়া সিদ্ধান্তের পথে হাঁটল RBI

এই এয়ার ট্যাক্সির নামকরণ করা হয়েছে মিডনাইট। মাত্র ৭ মিনিটে চারজন যাত্রী নিয়ে এই ট্যাক্সি দিল্লির কনট প্লেস থেকে গুরুগ্রাম পর্যন্ত যাত্রা করবে। যাত্রীদের এই ট্যাক্সি পরিষেবার জন্য দু হাজার থেকে তিন হাজার টাকা খরচ করতে হতে পারে। সংস্থার এক শীর্ষ কর্তা জানাচ্ছেন, এই ট্যাক্সিতে থাকবে ছয়টি ব্যাটারি প্যাক।

আরোও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে পগারপার স্ত্রী! শুনেই মুষড়ে পড়েছেন স্বামী, শোরগোল ধূপগুড়িতে

৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে এগুলো সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এক মিনিটের চার্জ মোটামুটি এক মিনিট ফ্লাইটের ব্যাকআপ দেবে। একটি বিবৃতিতে IGI বলছে, ইন্টারগ্লোব-আর্চার ফ্লাইটে একজন যাত্রী সাত মিনিটে কনট প্লেস থেকে গুরুগ্রাম পর্যন্ত ২৭ কিলোমিটারের যাত্রা যাতে সম্পন্ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। বর্তমানে ৬০ থেকে ৯০ মিনিট সময় লাগে গাড়িতে এই দূরত্ব যেতে।

সেখানে ৭ মিনিটে গন্তব্যে পৌঁছে যাওয়া মোটেই যাতা ব্যাপার নয়। আর্চার এভিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সিইও, অ্যাডাম গোল্ডস্টেইন জানিয়েছেন, ভারতের (India) দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে এই পরিষেবা ২০২৬ সালের মধ্যে শুরু হবে। এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু হলে নিঃসন্দেহে সময় বাঁচবে যাত্রীদের। আরো সহজ হবে দুই শহরের যোগাযোগ। দিল্লির পর এই পরিষেবা শুরু হবে মুম্বই এবং বেঙ্গালুরুতেও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর