বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকারের প্রথম জমানায় রেশন কার্ড ডিজিটাইজেশন বাধ্যতামূলক করা হয়েছিল৷ এ বার দ্বিতীয় জমানায় ব্যাঙ্কের অ্যাকাউন্টের মতো রেশন কার্ডে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক করা হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে৷ প্রতিটি রেশন দোকান থেকেই রেশনের জিনিসপত্র নিতে গেলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আবশ্যক বলে জানিয়েছে খাদ্য দফতর৷ আজ অর্থাত্ সোমবার থেকেই ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নথিভুক্ত কারণ করা যাবে৷
খাদ্য দফতরের তরফ থেকেই মঙ্গল ও বুধবার প্রতিটি রেশন দোকানে ইলেকট্রনিক্স পয়েন্ট অফ সেলস যন্ত্রের সাহায্যে এই নথিভুক্তিকরণ সম্ভব হবেই৷ এ ছাড়াও প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার অবধি খাদ্য দফতরের স্থানীয় অফিসগুলিতেও রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করা যাবে৷ খাদ্য দফতরের তরফ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ রাজ্যের সমস্ত গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে গেলেই বেশ কয়েক মাস সময় লাগবে৷
তবে যত দিন না অবধি রেশন কার্ড আধার নম্বরের সঙ্গে সংযুক্তিকরণ হচ্ছে ততদিন গ্রাহকরা মাল পাবেন কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যদি কোনও গ্রাহক সংযুক্তিকরণ না করেন সে ক্ষেত্রে তিনি আর রেশন দোকানের মাল পাবেন না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী৷ তবে রেশন কার্ড যাচাই করতে গেলে একটি পরিবারের একজন সদস্য সকলের রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে গেলেই হবে৷ এ জন্য গ্রাহকের নির্দিষ্ট মোবাইল নম্বরের দরকার কারণ মোবাইল নম্বরে যে ওটিপি আসবে তা ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস যন্ত্রে দিয়ে নথিভুক্ত করতে হবে৷