বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া থেকে মেইনস্ট্রিম মিডিয়া, সব জায়গাতেই এখন ট্রেন্ডে রয়েছে IPL ২০২৪। আর এই আলোচনার সিঁধ কেটে ঢুকে পড়েছে টি২০ বিশ্বকাপ। কারণ আইপিএল-র রমরমা শেষ হতেই শুরু হয়ে যাবে T20 World Cup। ক্রিকেটাররা আইপিএল নিয়ে ব্যস্ত থাকলেও জোরসোরে প্রস্তুতি করে দিয়েছে ক্রিকেট বোর্ড। BCCI এর তীক্ষ্ণ নজর রয়েছে আইপিএল-র সেরা প্লেয়ারদের উপর।
কারণ আইপিএল-র পারফরম্যান্সই বলে দেবে বিশ্বকাপে জায়গা হবে কী না। ইতিমধ্যেই এইসব নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা পর্যালোচনা। কাকে জায়গা দেওয়া যাবে আর কাকে যাবেনা তা নিয়ে জল্পনার শেষ নেই। ক্রিকেট বোদ্ধাদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও নিজের মত করে স্কোয়াড সাজাতে ব্যস্ত। কেউ বলছেন, ময়ঙ্ককে জায়গা দেওয়া দরকার তো কেউ বলছে যশ ঠাকুর কী দোষ করল? সবে মিলিয়ে ভারতীয় ক্রিকেট মহল এখন জমজমাট।
বিগত কয়েকদিন ধরেই টি২০ বিশ্বকাপের সম্ভাব্য একাদশ বাছাই নিয়ে চলছে আলোচনা। প্রথমে শোনা যাচ্ছিল, আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন কিং কোহলি। তবে কোহলির বর্তমান পারফরম্যান্স বলছে তাকে দলে থেকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠেনা। এমনকি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ফেস নিয়েও উঠেছিল প্রশ্ন। যদিও এই প্রশ্নের জবাব BCCI নিজেই। BCCI সচিব জানিয়েছেন টিম ইন্ডিয়াকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা।
আরও পড়ুন : IPL-র নিয়মে আমূল পরিবর্তন! মরশুম শেষ হওয়ায় আগেই বড় সিদ্ধান্তের পথে BCCI
ওদিকে ভালো ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। চোট সারিয়ে ম্যাচ খেলার জন্য সম্পূর্ন ফিট তিনি। এখনও পর্যন্ত ভালোই খেলছেন ঋষভ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আসন্ন বিশ্বকাপে ঋষভ পন্থ থাকতে পারেন। তালিকায় নাম রয়েছে ভারতীয় তথা বিশ্বের সেরা পেসারদের মধ্যে অন্যতম জসপ্রীত বুমরাহ। এছাড়াও তালিকায় থাকতে পারে অন্যতম সেরা ম্যাচ ফিনিশার রিঙ্কু সিং।
আরও পড়ুন : CSK-র সাথে হারের পরই শক্তি বাড়ল নাইটের, গম্ভীর ব্রিগেডে এল তারকা স্পিনার
দেখুন সম্ভাব্য দল : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।