ফুচকা বিক্রেতা থেকে IPL-এর অরেঞ্জ ক্যাপের মালিক! কতটা কঠিন ছিল যশস্বী জয়সওয়ালের যাত্রা?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চার বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (Under 19 World Cup 2020) দুর্দান্ত পারফরম‍্যান্স করে সকলের নজরে এসেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২০২০ সালে তার আইপিএল (IPL) অভিষেক ঘটে। কিন্তু এই বছর প্রকৃত অর্থে তার প্রতিভার বিকাশ ঘটেছে। তরুণ ভারতীয় বাঁ-হাতি ওপেনার এই আইপিএলে এতটাই মারাত্মক ব্যাটিং করছেন যে তার সামনে যশ বাটলারের মত অভিজ্ঞ তারকাকে কিছুটা ফিকে দেখাচ্ছে। আইপিএলের মাঝপথেই ১৫০-র কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ৪২৮ রান করে ফেলেছেন তিনি। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) বছরে এমন পারফরম্যান্স তার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে আচমকাই।

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যখন রাজস্থান রয়্যালস আইপিএলের ১০০০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল তখন অনেকেই ভাবছিলেন যে কে এই ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারবেন। নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন যশস্বী। আজ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ২১২ রান করেছে। তার মধ্যে ৬১ বলে ১২৪ রান নিজেই করেছেন তিনি। মেরেছেন ১৬টি চার, ৮টি ছক্কা। তার দাপটের সামনে আজ সম্পূর্ণ ফিকে হয়ে গিয়েছিলেন মুম্বাইয়ের যাবতীয় বোলাররা। একজনকেও আর কোনওরকম মায়া দয়া দেখাননি তিনি। আর্চার, চাওলা, মেরেডিথ প্রত্যেককেই বাউন্ডারির রাস্তা দেখিয়েছেন তিনি।

jaiswal 100

তবে অনেকেই হয়তো জানেন না যে এই মুহূর্তে আইপিএলে অরেঞ্জ ক্যাপ দখলে রাখা এই যশস্বী যাত্রার শুরুটা একেবারেই সহজ ছিল না। তিনি একটি অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং একসময় মুম্বাইয়ের আজাদ ময়দানের বাইরে ফুচকা এবং ফল বিক্রি করে জীবিকা অর্জন করতেন তিনি। একাধিক দিন তাকে খালি পেটে ঘুমাতে হয়েছে কম বয়সে। উত্তর প্রদেশের ভাদোহি গ্রামে জন্মগ্রহণ করা যশস্বী মাত্র ১১ বছর বয়সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে মুম্বাই রওনা দিয়েছিলেন। আজাদ ময়দানের খ্যাতনামা কোচ জ্বলা সিং তার প্রতিভাকে প্রথম নজরে এনেছিলেন এবং সেখান থেকেই শুরু হয় যশোরের সাফল্যের যাত্রা।

২০২০ সালের ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল, যারা অল্পের জন্য সেবার বিশ্বকাপ জিততে পারেনি সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন যশস্বী। সেই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হার মানতে হলেও সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন এই তরুণ ভারতীয় ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে একটি অসাধারন শতরান সহ টুর্নামেন্টে ৪০০ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। এরপর তার প্রতিভা দেখে আইপিএলের অন্যতম সফল দল রাজস্থান রয়্যালস তাকে সুযোগ দেয়।

গত তিন বছর ধরে এই ফ্র‍্যাঞ্চাইজির অধীনেই বিকাশ ঘটছে যশস্বীর। চলতি মরশুমে নিজের প্রতিভার অসাধারণ পরিচয় দিয়েছেন তিনি। তার ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ডের তারকা ওপেনার জস বাটলারকেও যেন কিছুটা ফিকে লাগছে চলতি বছরে। গত ম্যাচের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসাধারণ শুরু করেও সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি। আজ আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই আফসোস মিটিয়ে নিয়েছেন। অনেকেই মনে করছেন সেই দিনটা খুব বেশি দূরে নয় যখন ভারতীয় দলের হয়ে শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে দেখা যাবে তাকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর