আপতকালীন সময়ে টাকার প্রয়োজন মেটাতে আমাদের অন্যতম ভরসা হল এটিএম। বর্তমানে প্রতিটি ব্যাঙ্কের তরফ থেকেই এটিএম পরিষেবা দেওয়া হয় তাই এটিএমের ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে। তবে দেশের অধিকাংশ গ্রাহকের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তাই সকলের কাছেই সাধারণত এসবিআই এটিএম থাকাটা স্বাভাবিক ব্যাপার। তবে এ বার থেকে এসবিআই এর ক্লাসিক ডেবিট কার্ড থাকলে প্রতিদিন গ্রাহকরা এক বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছেন।
জানা গিয়েছে কোনও গ্রাহকের কাছে এসবিআইয়ের ক্লাসিক ডেবিট কার্ড থাকলে প্রতিদিন চল্লিশ হাজার টাকা অবধি তোলার সুযোগ পাবেন। এর পাশাপাশি হাই ভ্যালুর কার্ড থেকে প্রতিদিন অন্তত এক লক্ষ টাকা করে তোলার অনুমতি পাবেন। একই সঙ্গে এসবিআইয়ের কোনও গ্রাহক যদি কার্ড থেকে নগদ টাকা পাঠাতে চান তাহলে ডেবিড কার্ডের মাধ্যমে এটিএমের ট্রান্সফার অপশনটি পেয়েছে নিয়ে চল্লিশ হাজার টাকা ও ট্রানজ্যাকশন করতে পারবেন। এ ক্ষেত্রে লেনদেনের কোনও সংখ্যার সীমা নেই।
অন্যদিকে এসবিআইয়ের ক্লাসিক ডেবিট কার্ড ছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করতে গেলে এসবিআই এটিএম ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি মিলবে মোবাইল প্রিপেড রিচার্জের মতো একাধিক সুযোগ সুবিধা। উল্লেখ্য, এত দিন অবধি এসবিআই এর এটিএম কার্ড ব্যবহার করে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। যার জেরে আপত্কালীন অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত গ্রাহকদের কিন্তু এবার গ্রাহকদের কথা মাথায় রেখে এসবিআই ডেবিট ক্লাসিক কার্ডের গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।