বড়সড় ঘোষণা রেলমন্ত্রীর! কলকাতা থেকে চেন্নাই-বেঙ্গালুরু-পুরীর রুটে এই দিন থেকেই চলবে ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বালেশ্বর। বহু প্রতিকূলতার পরে সেখানে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৮৮ বেশী। অন্যদিকে, আহত যাত্রীর সংখ্যাও প্রায় ১০০০-এর কাছাকাছি। তবে, আরোও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এদিকে, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সহ তিন তিনটি ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে হাওড়া থেকে ওড়িষ্যা হয়ে দক্ষিণ ভারতগামী রুটের প্রায় অধিকাংশ ট্রেন চলাচলই বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল কবে থেকে স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তা বাড়ছে যাত্রীদের মনে। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করেই রেল পরিষেবা চালুর প্রসঙ্গে মুখ খুলেছেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী এদিন বলেন, “উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আজ রাত থেকেই রেললাইন পুনরুদ্ধারের কাজ শুরু করে দেওয়া হচ্ছে। আগামীকাল সকাল থেকে লাইন পরিষ্কার, লাইন পুনর্নির্মাণ এবং ওভারহেড তারে বিদ্যুতের কাজ চলবে। পরশু অর্থাৎ সোমবার সকাল থেকে শুরু হবে সিগন্যালিং সিস্টেম পুনরুদ্ধারের কাজ। সমস্তটাই যুদ্ধকালীন তৎপরতায় করা হবে।”

পাশাপাশি অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) আরও সংযোজন, “যাত্রীরা সকলেই জানতে উদগ্রীব এই রুটে ফের কবে রেল চলাচল স্বাভাবিক হবে। আমরা আশাবাদী মঙ্গলবার রাত কিংবা খুব দেরি হলেও বুধবার সকাল থেকে আমরা পুনরায় ট্রেন পরিষেবা চালু করতে পারব।” এদিকে, বিরোধীদের চাপে অবশেষে পদত্যাগ করার প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, “এটা রাজনীতির সময় নয়”।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর