চমকে মোড়া এবারের সিজন, দ্বিগুণ “ধামাকা” নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’! কবে থেকে শুরু?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলায় এখন নতুন শুরুর ধুম। শুধু সিরিয়াল নয়, নতুন রিয়েলিটি শো-ও শুরু হতে চলেছে এই চ্যানেলে। ২ রা মার্চ অন্তিম পর্ব সম্প্রচারিত হবে সারেগামাপার। তারপরেই শুরু হয়ে যাবে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। নাচের রিয়েলিটি শোটি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো। উপরন্তু এবারের সিজনে থাকছে একগুচ্ছ চমক। তাই দর্শকদের আগ্রহও তুঙ্গে।

শুরু হতে চলেছে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)

২ রা মার্চ, রবিবার জি বাংলার পর্দায় টেলিকাস্ট হতে চলেছে সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। আর এই জমজমাট ফিনালে পর্বেই শুরু হয়ে যাবে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। এবারের সিজনের ট্যাগলাইন থাকছে, ‘এমন দাওয়াই নাচবে সবাই’। এর আগেই সামনে এসেছে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) প্রোমো। আর এবার প্রকাশ্যে এল দিনক্ষণ।

From when dance bangla dance will start

কবে থেকে শুরু টেলিকাস্ট: ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) প্রোমোতে জঙ্গলে বাঘের মুখে পড়ে নাচতে দেখা গিয়েছে অভিনেতা শাহির রাজকে। দেখা মিলেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীরও। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। আগামী ৮ ই মার্চ থেকে শনি ও রবিবার করে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হবে এই নন ফিকশন শো।

আরো পড়ুন : রাতারাতি দখল “TRP টপার” সিরিয়ালের স্লট, “হটকে” গল্প নিয়ে ইতিহাস গড়তে চলেছে চ্যানেল!

কারা হবেন বিচারক: এবারের সিজনে থাকছে বেশ কিছু চমক। দীর্ঘদিন পর আবারও জি বাংলায় ফিরছেন যিশু সেনগুপ্ত। এবার ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) দেখা মিলবে যিশুর। দীর্ঘদিন পর জি বাংলায় ফিরছেন তিনি। আগে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) বিচারকের আসনে ছিলেন যিশু। এবার ফের সেই ভূমিকাতেই ফিরছেন তিনি।

আরো পড়ুন : তিনটি নতুন মেগার ধাক্কা, ওলটপালট সব স্লট, কোনটা কখন দেখবেন?

জানা গিয়েছে, এবারের ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) বিচারকের আসনে থাকছেন যিশু, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। আর মহাগুরুর আসনে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর। সঞ্চালকের ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরাই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর