বাংলা হান্ট ডেস্ক: গাড়িতে পেট্রোল ভরাতে গেলে পারবেন না তেল ভরাতে(Fuel Ban)। প্রায় ৬২ লক্ষ যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি। ১৫ বছর পুরোনো পেট্রল চালিত গাড়ি ও বাইক এবং দশ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়িতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বায়ু দূষণ রুখতে কড়া ব্যবস্থা নিল দিল্লি সরকার। এমন কি এই নতুন নিয়ম জুলাই মাসে ১ তারিখ থেকে চালু হবে।

পুরনো গাড়িতে ভরা যাবে না পেট্রোল ডিজেল (Fuel Ban)
সেন্টার ফল সাইন্স এন্ড এনভারমেন্টের ২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়ায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি, এই দূষণের পরিমাণ প্রায় ৫১ শতাংশ।পরিবেশ দূষণের বিষয়টিকে মাথায় রেখে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। এছাড়াও, এই রিপোর্ট থেকে জানা গিয়েছে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত হরিয়ানায় প্রায় ২৭.৫ লক্ষ, রাজস্থানে ৬.২ লক্ষ ও উত্তরপ্রদেশে ১২.৬৯ মেয়াদ উত্তীর্ণ যানবাহন রয়েছে।
সূত্রের খবর, নতুন নিয়মাবলী জারি করার একটাই কারণ যাতে মানুষ নিষেধাজ্ঞা মেনে চলে। এই নতুন নিয়মাবলী জারি করে দিল্লিতে ৯০ শতাংশের বেশি পেট্রোল পাম্পে এএনপিআর ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও নতুন নিয়মাবলী না মানলে, পুলিশের হাতে ধরা পরতে পারেন আপনিও।পাশাপাশি জেল কিংবা জরিমান হতে পারে আপনার।
আরও পড়ুন: ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার! প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে গুলি
এই নতুন নিয়মাবলী জারি করে দিল্লির পেট্রোল পাম্প গুলিতে পুলিশ কর্মীদের নিয়োগ হবে। এছাড়া পরিবহন বিভাগের তরফ থেকে ১০১ থেকে ১৫৯ নং ফুয়েল স্টেশনে বিশেষ দল মোতায়ন করা হবে। পরিবহন বিভাগের তরফ থেকে আরও জানানো হয়েছে, পুরনো যানবাহনে জ্বালানি ভরার বিষয়ে বিশেষ পর্যবেক্ষণের জন্য প্রায় ৩৫০টি পেট্রোল পাম্পে একজন করে ট্রাফিক পুলিশ অফিসার মোতায়ন থাকবে।
‘আমাদের পছন্দ ইসলাম, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে’, TMC বিধায়কের দাবিতে শোরগোল