টাইমলাইনবিনোদন

বিয়ের পরেই বাদ সিনেমা থেকে! ‘ফুকরে ৩’র পোস্টারে দেখা মিলল না আলি ফজলের

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান। আসছে ‘ফুকরে-৩’। জানা যাচ্ছে, চলতি বছরের ৭ই সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। জানা যাচ্ছে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পুলকিত সম্রাট, রিচা চাড্ডা, বরুণ শর্মা সহ আরও একাধিক অভিনেতা অভিনেত্রীদের। তবে এই ছবির পোস্টা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।

ছবির পোস্টারে দেখা মিলল না, অভিনেতা আলী ফজলের। ‘ফুকরে’ এবং ‘ফুকরে রিটার্নস’এ দেখা মিলেছিল এই অভিনেতার। দুটি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। আদৌ কি ‘ফুকরে-৩’ ছবিতে এই  অভিনেতাকে দেখা যাবে? সে নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Entertainment,Bollywood,Fukrey 3,Ali Fazal,বিনোদন,বলিউড,ফুকরে ৩,আলী ফজল

যদিও এক পক্ষের দাবি, কোন সারপ্রাইজ দেওয়ার কারণেই হয়তো পোস্টার থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এই অভিনেতা। জানা যাচ্ছে, এই ছবির প্রযোজনা করছেন ফারহান আখতার। ২০১৩ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘ফুকরে’। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ছবির দ্বিতীয় অংশ ‘ফুকরে রিটার্নস’। দুটি ছবি যথেষ্ট মন কেড়েছে দর্শকদের। এবার তৃতীয় অধ্যায়ের পালা। চলতি বছরেই আসছে ‘ফুকরে ৩’।

untitled(1)

বলি দুনিয়ার এক জনপ্রিয় অভিনেতা আলী ফজল। ২০০৮ সালে ‘দা আদার অফ দা লাইন’ ছবি দিয়ে বলিউড জগতে আত্মপ্রকাশ করেন অভিনেতা। এরপর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। ‘ফুকরে’, ‘ফুকরে রিটার্নস’, ‘খামোশিয়া’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। বলিউড ছবির পাশাপাশি অভিনেতাকে দেখা গেছে টেলিভিশন জগতেও। তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজেও।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker