এপ্রিল মাসে শুধু ছুটি আর ছুটি, ৩০ দিনে মাসে ১৫ দিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। তবে আপনি যদি ব্যাঙ্কে কর্মরত হন, তাহলে এ মাসটি আপনার জন্য পয়া হতে চলেছে। এপ্রিলে সমস্ত বেসরকারী এবং সরকারী ব্যাঙ্কগুলি 15 দিনের জন্য বন্ধ থাকবে। দেশের বেশিরভাগ অঞ্চলে দেখলে দ্বিতীয় শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিলে শুধুমাত্র 1, 14 এবং 15 ই এপ্রিল ছুটির দিন।

15 দিনের ছুটি পেলেও এপ্রিলে কোনও জাতীয় ছুটি নেই, তবে বহু উৎসব এবং মাসের দ্বিতীয় শনিবার থাকায় গোটা মাস জুড়ে কেবল ছুটি আর ছুটি৷ এপ্রিলের প্রথম 3 দিন ভারতের অনেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রতি বছর 1 লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকে। আবার 2 এপ্রিল গুড়ি পাদওয়া, প্রথম নবরাত্রি কিংবা তেলেগুদের নববর্ষের দিনসহ একাধিক অঞ্চলে উৎসব হওয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 3 এপ্রিল রবিবার তাই ব্যাঙ্কগুলি শুক্র থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। 4 এপ্রিল ঝাড়খন্ডে এবং 5 ই এপ্রিল শুধুমাত্র অন্ধ্র প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

এছাড়াও ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, পয়লা বৈশাখ, তামিলদের নববর্ষ দিবস, চেরাওবা, বিজু মহোৎসবসহ গুড ফ্রাইডে এর মতো একাধিক উৎসবের কারণে 14 ইএপ্রিল থেকে 16 ই এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

bank

21শে এপ্রিল গরিয়া পূজার কারণে এবং 29শে এপ্রিল জুমাত-উল-বিদার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ এছাড়া দুটি শনিবার 9 এপ্রিল ও 23 শে এপ্রিল এবং চারটি রবিবার যথাক্রমে 3, 10, 17 ও 24 শে এপ্রিল বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে হিসেব করলে দেখা যাবে, মাসে মোট 15 দিন বন্ধ থাকতে চলেছে সকল ব্যাঙ্ক।

Sayan Das

সম্পর্কিত খবর