বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রস্তুতি পুরোদমে চলছে। এমতাবস্থায়, গত শনিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করা হয়। জানিয়ে রাখি যে, আসন্ন বিশ্বকাপটি যৌথভাবে আমেরিকা (USA), মেক্সিকো এবং কানাডায় সম্পন্ন হবে। প্রথমবারের মতো, ৪৮ টি দল ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। যা এটিকে ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপে পরিণত করবে।
জারি হল FIFA বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর সম্পূর্ণ শিডিউল:
উল্লেখ্য যে, ৩৮ দিনের এই টুর্নামেন্টটি আগামী ১১ জুন মেক্সিকো সিটির আইকনিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হবে। এই একই স্টেডিয়ামে ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছিল। ঠিক তার পরের দিন, অর্থাৎ ১২ জুন, লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে USA।
জানিয়ে রাখি যে, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা গ্রুপ জে-তে রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে, পর্তুগাল রয়েছে গ্রুপ কে-তে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮ টি দলকে ১২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। পরে ৩২ টি দল রাউন্ড অফ ৩২-এ উঠবে। যার মাধ্যমে নকআউট রাউন্ড শুরু হবে। এমতাবস্থায়, সারা বিশ্বের চোখ ২০২৬ সালের ১৯ জুলাইয়ের দিকে রয়েছে। কারণ, ওই দিন সম্পন্ন হবে ফাইনাল।
104 matches. Locked in.
The #FIFAWorldCup 2026™ match schedule ⤵️ pic.twitter.com/ZYofjO8z41
— FIFA World Cup (@FIFAWorldCup) December 6, 2025
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পূর্ণাঙ্গ সময়সূচি:
১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) – মেক্সিকো সিটি
দক্ষিণ কোরিয়া বনাম উয়েফা প্লেঅফ ডি (গ্রুপ এ) – গুয়াডালাজারা
১২ জুন: কানাডা বনাম উয়েফা প্লেঅফ এ (গ্রুপ বি) – টরন্টো
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে (গ্রুপ ডি) – লস অ্যাঞ্জেলেস
১৩ জুন: ব্রাজিল বনাম মরক্কো (গ্রুপ সি) – বোস্টন অথবা নিউ ইয়র্ক/নিউ জার্সি
অস্ট্রেলিয়া বনাম উয়েফা প্লেঅফ সি (গ্রুপ ডি) – ভ্যাঙ্কুভার হাইতি বনাম স্কটল্যান্ড (গ্রুপ সি)- বোস্টন অথবা নিউ ইয়র্ক/নিউ জার্সি
কাতার বনাম সুইজারল্যান্ড (গ্রুপ বি)- সান ফ্রান্সিসকো বে এরিয়া
১৪ জুন: জার্মানি বনাম কুরাকাও (গ্রুপ ই) – ফিলাডেলফিয়া অথবা হিউস্টন
আইভরি কোস্ট বনাম ইকুয়েডর (গ্রুপ ই) – ফিলাডেলফিয়া অথবা হিউস্টন
নেদারল্যান্ডস বনাম জাপান (গ্রুপ এফ) – ডালাস অথবা মন্টেরে
উয়েফা প্লেঅফ বি বনাম তিউনিসিয়া (গ্রুপ এফ) – ডালাস অথবা মন্টেরে
১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে (গ্রুপ এইচ) – মিয়ামি অথবা আটলান্টা
সৌদি আরব বনাম উরুগুয়ে (গ্রুপ এইচ) – মিয়ামি অথবা আটলান্টা
বেলজিয়াম বনাম মিশর (গ্রুপ জি) – লস অ্যাঞ্জেলেস অথবা সিয়াটল
ইরান বনাম নিউজিল্যান্ড (গ্রুপ জি) – লস অ্যাঞ্জেলেস অথবা সিয়াটল
১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল (গ্রুপ আই) – নিউ ইয়র্ক/নিউ জার্সি অথবা বোস্টন
ফিফা প্লেঅফ ২ বনাম নরওয়ে (গ্রুপ আই) – নিউ ইয়র্ক/নিউ জার্সি অথবা বোস্টন
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (গ্রুপ জে) – ক্যানসাস সিটি অথবা সান ফ্রান্সিসকো বে এরিয়া
অস্ট্রিয়া বনাম জর্ডান (গ্রুপ জে) – ক্যানসাস সিটি অথবা সান ফ্রান্সিসকো বে এরিয়া
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ এল) – টরন্টো অথবা ডালাস
ঘানা বনাম পানামা (গ্রুপ এল) – টরন্টো অথবা ডালাস
পর্তুগাল বনাম ফিফা প্লেঅফ ১ (গ্রুপ কে) – হিউস্টন অথবা মেক্সিকো সিটি
উজবেকিস্তান বনাম কলম্বিয়া (গ্রুপ কে) – হিউস্টন অথবা মেক্সিকো সিটি
আরও পড়ুন: “আমি খুশি যে আমরা দু’জনেই…”, সিরিজের সেরা কোহলি রোহিতকে নিয়ে যা বললেন, উচ্ছ্বসিত অনুরাগীরা
১৮ জুন: উয়েফা প্লেঅফ ডি বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) – আটলান্টা
সুইজারল্যান্ড বনাম উয়েফা প্লেঅফ এ (গ্রুপ এ) – লস অ্যাঞ্জেলেস
কানাডা বনাম কাতার (গ্রুপ বি) – ভ্যাঙ্কুভার
মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ) – গুয়াডালাজারা
১৯ জুন: ব্রাজিল বনাম হাইতি (গ্রুপ সি) – ফিলাডেলফিয়া অথবা নিউ ইয়র্ক/নিউ জার্সি
স্কটল্যান্ড বনাম মরক্কো (গ্রুপ সি) – ফিলাডেলফিয়া অথবা নিউ ইয়র্ক/নিউ জার্সি
উয়েফা প্লেঅফ সি বনাম প্যারাগুয়ে (গ্রুপ ডি) – সান ফ্রান্সিসকো বে এরিয়া
USA বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি) – সিয়াটেল
২০ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট (গ্রুপ ই) – টরন্টো অথবা ক্যানসাস সিটি
ইকুয়েডর বনাম কুরাকাও (গ্রুপ ই) – টরন্টো অথবা ক্যানসাস সিটি
নেদারল্যান্ডস বনাম উয়েফা প্লেঅফ বি (গ্রুপ এফ) – হিউস্টন অথবা মন্টেরে
তিউনিশিয়া বনাম জাপান (গ্রুপ এফ) – হিউস্টন অথবা মন্টেরে
২১ জুন: স্পেন বনাম সৌদি আরব (গ্রুপ এইচ) – মিয়ামি অথবা আটলান্টা
উরুগুয়ে বনাম কেপ ভার্দে (গ্রুপ এইচ) – মিয়ামি অথবা আটলান্টা
বেলজিয়াম বনাম ইরান (গ্রুপ জি) – লস অ্যাঞ্জেলেস অথবা ভ্যাঙ্কুভার
নিউজিল্যান্ড বনাম মিশর (গ্রুপ জি) – লস অ্যাঞ্জেলেস অথবা ভ্যাঙ্কুভার
২২ জুন: ফ্রান্স বনাম ফিফা প্লেঅফ ২ (গ্রুপ I) – নিউ ইয়র্ক/নিউ জার্সি অথবা ফিলাডেলফিয়া
নরওয়ে বনাম সেনেগাল (গ্রুপ I) – নিউ ইয়র্ক/নিউ জার্সি অথবা ফিলাডেলফিয়া
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (গ্রুপ জে) – ডালাস অথবা সান ফ্রান্সিসকো বে এরিয়া
জর্ডান বনাম আলজেরিয়া (গ্রুপ জে) – ডালাস অথবা সান ফ্রান্সিসকো বে এরিয়া
২৩ জুন: ইংল্যান্ড বনাম ঘানা (গ্রুপ এল) – বোস্টন অথবা টরন্টো
পানামা বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ এল) – বোস্টন অথবা টরন্টো
পর্তুগাল বনাম উজবেকিস্তান (গ্রুপ কে) – হিউস্টন অথবা গুয়াডালাজারা
কলম্বিয়া বনাম ফিফা প্লেঅফ ১ (গ্রুপ কে) – হিউস্টন অথবা গুয়াডালাজারা
আরও পড়ুন: এশিয়ান গেমসে জিতেছেন সোনা! ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৬ মাস নির্বাসিত ভারতীয় ডিসকাস থ্রোয়ার
২৪ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল (গ্রুপ সি) – মিয়ামি অথবা আটলান্টা
মরক্কো বনাম হাইতি (গ্রুপ সি) – মিয়ামি অথবা আটলান্টা
কানাডা বনাম সুইজারল্যান্ড (গ্রুপ বি) – ভ্যাঙ্কুভার
উয়েফা প্লেঅফ এ বনাম কাতার (গ্রুপ বি) – সিয়াটেল
মেক্সিকো বনাম উয়েফা প্লেঅফ ডি (গ্রুপ এ) – মেক্সিকো সিটি
দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) – মন্টেরে
২৫ জুন: ইকুয়েডর বনাম জার্মানি (গ্রুপ ই) – ফিলাডেলফিয়া অথবা নিউ ইয়র্ক/নিউ জার্সি
কুরাকাও বনাম আইভরি কোস্ট (গ্রুপ ই) – ফিলাডেলফিয়া অথবা নিউ ইয়র্ক/নিউ জার্সি
তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস (গ্রুপ এফ) – ডালাস অথবা ক্যানসাস সিটি
জাপান বনাম উয়েফা প্লেঅফ বি (গ্রুপ এফ) – ডালাস অথবা ক্যানসাস সিটি
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম উয়েফা প্লেঅফ সি (গ্রুপ ডি) – লস অ্যাঞ্জেলেস
প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি) – সান ফ্রান্সিসকো বে এরিয়া
২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স (গ্রুপ I) – বোস্টন অথবা টরন্টো
সেনেগাল বনাম ফিফা প্লেঅফ ২ (গ্রুপ I) – বোস্টন অথবা টরন্টো
নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম (গ্রুপ জি) – সিয়াটেল অথবা ভ্যাঙ্কুভার
মিশর বনাম ইরান (গ্রুপ জি) – সিয়াটেল অথবা ভ্যাঙ্কুভার
উরুগুয়ে বনাম স্পেন (গ্রুপ এইচ) – হিউস্টন অথবা গুয়াডালাজারা
কেপ ভার্দে বনাম সৌদি আরব (গ্রুপ এইচ) – হিউস্টন অথবা গুয়াডালাজারা
২৭ জুন: পানামা বনাম ইংল্যান্ড (গ্রুপ এল) – নিউ ইয়র্ক/নিউ জার্সি অথবা ফিলাডেলফিয়া
ক্রোয়েশিয়া বনাম ঘানা (গ্রুপ এল) – নিউ ইয়র্ক/নিউ জার্সি অথবা ফিলাডেলফিয়া
জর্ডান বনাম আর্জেন্টিনা (গ্রুপ জে) – ক্যানসাস সিটি অথবা ডালাস
আলজেরিয়া বনাম অস্ট্রিয়া (গ্রুপ জে) – ক্যানসাস সিটি অথবা ডালাস
কলম্বিয়া বনাম পর্তুগাল (গ্রুপ কে) – মিয়ামি অথবা আটলান্টা
ফিফা প্লেঅফ ১ বনাম উজবেকিস্তান (গ্রুপ কে) – মিয়ামি অথবা আটলান্টা
নকআউট রাউন্ডের সময়সূচি:
৩২ রাউন্ড: ২৮ জুন থেকে ৩ জুলাই
১৬ রাউন্ড: ৪ জুলাই থেকে ৭ জুলাই
কোয়ার্টার ফাইনাল: ৯ জুলাই থেকে ১১ জুলাই
সেমিফাইনাল: ১৪ ও ১৫ জুলাই, এটিএন্ডটি স্টেডিয়াম (আর্লিংটন, টেক্সাস) এবং মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম (আটলান্টা)
তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ: ১৮ জুলাই, হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন্স
বিশ্বকাপ ফাইনাল: ১৯ জুলাই, মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি












