সংখ্যালঘু ভোট টানতে মরিয়া সিপিএম-কংগ্রেস, জোট করতে পারে আব্বাস সিদ্দিকির সঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েক আগেই নতুন দল ঘোষণা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। আর দল ঘোষণার আগে থেকেই জল্পনা উঠছিল যে, আব্বাস সিদ্দিকি সিপিএমের সাথে জোট করতে পারেন। কারণ দল ঘোষণার আগে সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আব্বাস সিদ্দিকির প্রশংসা করেছিলেন। তখন থেকেই জোট নিয়ে চলছিল কানাঘুষো। আর সেই জল্পনা আরও বাড়ালেন সিপিমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

মহম্মদ সেলিম বলেন, ‘আব্বাস সিদ্দিকি দল ঘোষণা করেছে। আমরা কর্মসূচি দেখছি। কর্মসূচির ভিত্তিতে আলোচনা করা হচ্ছে।”

গত বছর থেকেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আব্বাস সিদ্দিকি। দল গঠনের আগে থেকেই তিনি আদিবাসী, মুসলিম ও দলিতদের একসাথে নিয়ে চলার কথা বলে আসছেন তিনি। এরপর গত বছরের শেষের দিকে আচমকাই আব্বাস সিদ্দিকির সাথে দেখা করেন AIMIM চীফ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি এও ঘোষণা করেন যে, বাংলায় মিম আব্বাস সিদ্দিকির নেতৃত্বে লড়াই করার জন্য প্রস্তুত। তবে সেদিন আব্বাস সিদ্দিকি নিজে কিছু বলেন নি।

এরপরেই তিনি কদিন আগে নিজের দল ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্ট গঠন করেন। সেদিনও তিনি বলেন যে, বাংলার পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসী আর মুসলিমদের কণ্ঠ হয়ে উঠবে ওনার দল। সেদিন তিনি বাম-কংগ্রেসের সাথে জোটের জন্য দরজাও খোলা রাখেন তিনি।

সুত্র অনুযায়ী, সংখ্যালঘু মহলে আব্বাস সিদ্দিকির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তাঁর সাথে জোট করতে উৎসাহী বাম-কংগ্রেস। সুত্র থেকে জানা গিয়েছে যে, ফুরফুর শরফে আব্বাস সিদ্দিকির সাথে জোট নিয়ে দফায় দফায় বৈঠকও করছেন বাম নেতারা। আব্বাস সিদ্দিকির কাঁধে করেই আবারও সংখ্যালঘু ভোট টানতে উদ্যোগী বামেরা।

Koushik Dutta

সম্পর্কিত খবর