চ‍্যানেলের কপালে শনি নাচছে! ‘দেশের মাটি’ শেষ হওয়ার গুঞ্জনে ক্ষুব্ধ রাজা-মাম্পি ভক্তরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো একটি নতুন সিরিয়াল (bengali serial)। আর নতুনকে জায়গা দিতে কোপ পুরনো সিরিয়ালের ঘাড়ে। এ প্রথা নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু তার জেরে কপালে যে এত অভিশাপ জুটবে তা কি আর ভেবেছিল স্টার জলসা কর্তৃপক্ষ? প্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’ (desher mati) বন্ধ হতে চলার গুঞ্জনে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকেরা।

হ‍্যাঁ, গুঞ্জনই বটে। এখনো পাকা খবর কিছুই মেলেনি। ব‍্যাপারটা হল স্টার জলসায় আরো এক নতুন সিরিয়ালের আমদানি হয়েছে। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই নতুন সিরিয়ালের জন‍্য টাইম স্লট বরাদ্দ হয়েছে সন্ধ‍্যা সাড়ে ছটা। এতদিন এই সময়েই দেখানো হত দেশের মাটি। নতুন সিরিয়াল আসায় কোন সময়ে দেখানো হবে দেশের মাটি? নাকি বিদায় ঘন্টা বেজেই গেল সিরিয়ালের?


এমন উদাহরণ আছে ভূরি ভূরি। কিছুদিন আগেই জি বাংলায় ‘রিমলি’ সিরিয়ালের সময় পরিবর্তন করে আনা হল ‘কৃষ্ণকলি’কে। আর তার জায়গায় এল নতুন সিরিয়াল ‘উমা’। দিন কয়েক পর কম টিআরপির দোহাই দিয়ে বন্ধই হয়ে গেল রিমলি। সেই চিন্তা থেকেই দর্শকদের প্রশ্ন, তবে কি দেশের মাটিরও সেই হালই হবে?

https://www.instagram.com/p/CVRpBaEhQQ1/?utm_medium=copy_link


বিশেষ করে চিন্তায় পড়েছে রাজা মাম্পির ভক্তরা। সিরিয়ালের এই জুটির অনুরাগীই সবথেকে বেশি। বহুবার প্রিয় নায়ক নায়িকার জন‍্য সরব হয়েছে তারা। এবারেও চ‍্যানেলকে অভিশাপ দিতে ছাড়েনি ‘রাম্পি’ ভক্তরা। একজনের প্রশ্ন, একসঙ্গে এতজন তারকাদের নিয়ে যখন সিরিয়াল চালাতে পারেন না তখন শুরু করেন কেন? রাহুল বন্দ‍্যোপাধ‍্যায়, রুক্মা রায়ের মতো অভিনেতা অভিনেত্রীদের ছোট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।


আবার আরেকজনের বক্তব‍্য, সিরিয়ালটাকে তো কখনো প্রোমোট করেইনি। উলটে কীভাবে রাজা মাম্পির জুটিটা ভাঙা যায় সেই চেষ্টা হত। অভিমানের চোটে অনেকের শাসানি, ‘দেখে নেব নতুন সিরিয়াল কত টিআরপি দেয়। আমাদের চোখের জলের মূল‍্য দিতে হবে।’ স্টার জলসা আর না দেখারও দাবি করেছেন অনেকে। এখনো এ বিষয়ে চ‍্যানেল কর্তৃপক্ষ বা সিরিয়ালের কলাকুশলীরা মুখ না খুললেও শোনা যাচ্ছে, এখনি দেশের মাটি বন্ধ না হলেও পড়তে থাকা টিআরপির কথা মাথায় রেখে শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে সিরিয়ালটি।

X