বাংলা হান্ট ডেস্ক: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন মিকা সিং। কারণ, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (FWICE) তরফে তুলে নেওয়া হল এই তার উপর থেকে নিষেধাজ্ঞা।
দিন কয়েক আগেই কাশ্মীর ইস্যু নিয়ে ইন্দো-পাক সম্পর্কের অস্থির পরিস্থিতিতে করাচি গিয়ে এক বিয়ে বাড়িতে অনুষ্ঠান করে এসেছিলেন মিকা। সেই নিয়েই তার বিরুদ্ধে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। সেই খবর সামনে আসতেই তাঁকে হিন্দি ছবিতে ব্যান করেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল মিকা সিং-এর উপর থেকে।
মুম্বইয়ের একটি সাংবাদিক বৈঠকে নিজের এই কাজের জন্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে মিকা সিং বলেন, ‘আমি পাকিস্তানে গিয়েছিলাম নানকানা সাহিব গুরুদ্বারে যাব বলে। আমি ৩ অগস্ট সেখানে পৌঁছাই। এটা একেবারেই কাকতালীয় যে ৫ অগস্ট ভারত সরকার ৩৭০ ধারা খারিজ করে দেয়। আমি না জেনে যে ভুল করেছি, তার জন্যে ক্ষমা চাইছি।’ তাঁর টুইটার অ্যাকাউন্টেও ক্ষমা প্রার্থনা করে একটি লেখা পোস্ট করেছেন মিকা সিং।
যদিও AICWA-এর তরফে এখনও কোনওরকম প্রেস বিবৃতি আসেনি। তবে FWICE সংগঠনের মূল উপদেষ্টা অশোক পণ্ডিত এক প্রেস বিবৃতিতে মিকার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর জানান। মুম্বইয়ের এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, “পাকিস্তানের জন্য ভারতে যখন রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ঠিক এমন সময়েই পাকিস্তানে গিয়ে অনুষ্ঠান করায় মিকার সিদ্ধান্তে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। যদিও ভারতের অন্দরে থেকে ভারতীয় এক শিল্পীর এধরনের আচরণ কখনওই সমর্থনযোগ্য নয়। তবে মিকার উপর থেকে সমস্তরকম নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি আমরা।” তার ক্ষমা পার্থনা করার পরই তার ব্যান তুলে নেওয়া হয়।