শাহরুখের থেকে মাত্র এক পা পিছিয়ে সানি! এবার এই রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে চলেছে ‘গদর ২”

বাংলা হান্ট ডেস্ক : ‘গদর ২’র (Gadar 2) নজরকাড়া সাফল্যের পর থেকেই মিডিয়ার ক্যামেরা রয়েছে সানি দেওলের (Sunny Deol) উপর। মুক্তির দ্বিতীয় সপ্তাহতেও অব্যাহত রয়েছে ‘গদর ২’র বিজয় রথ‌। ৬৫ বছরের সানির ঢাই কিলোর হাত যে আজও দর্শককে হলমুখী করতে সফল তা জ্বলজ্যান্ত প্রমাণ গদর ২! একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে তারা-সাকিনা।

উল্লেখ্য, মুক্তির পর মাত্র ১২ দিনে ৪০০ কোটির বেঞ্চমার্ক পার করে ফেলেছে এই ছবি। যা নিজেই একটি রেকর্ড। ৪০০ কোটির ক্লাবে পা রেখেই খানেদের টপকে গেলেন সানি। বক্স অফিস ব্যবসার নিরিখে শাহরুখ খান, আমির খান ও সলমন খানকেও গোল দিলেন তিনি।

   

বলিউড ভিত্তিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ‘পাঠান’ (Pathan) ছবির কালেকশন ছিল ৬৫৪ কোটি টাকা। ‘গদর ২’ যেভাবে এগিয়ে চলেছে তাতে তার এই ম্যাজিক ফিগার ছুঁতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয়না। পাশাপাশি আরও জানিয়ে রাখি, ‘গদর ২’ বলিউডের চতুর্থ ছবি যে ৪০০ কোটির বেঞ্চমার্ক পার করেছে।

আরও পড়ুন : ‘ওরে একে কেউ থামা’, ধেরে গলায় গান গেয়ে রোষের মুখে এনা সাহা! ভাইরাল ভিডিও ঘিরে কটূক্তির ঝড়

ছবির আয়ের গতি বিবেচনা করে, নির্মাতাদের আশা, সপ্তাহান্তে ছবিটি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে। বলে রাখি, ‘গদর 2’ এর সবচেয়ে বিশেষ বিষয় হল যে ছবিটি মুক্তির ১২ দিন হয়ে গেছে এবং এখনও ডবল ডিজিটে আয় করছে। যা এককথায় অভাবনীয়। খুব শীঘ্রই ‘পাঠান’র কাছাকাছি পৌঁছাতে চলেছে সানি দেওলের ‘গদর ২’।

আরও পড়ুন : ঘুরিয়ে স্ত্রীকেই কটাক্ষ? নবনীতার সঙ্গে ডিভোর্সের আগেই বউ নিয়ে আজব মন্তব্য জিতুর! শুরু জলঘোলা

image 43

এসবের পাশাপাশি আমরা যদি সানি দেওলের ‘গদর 2’-এর গ্লোবাল কালেকশনের কথা বলি, ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫০৬ কোটির ব্যবসা করেছে। উল্লেখ্য, সানি দেওল এবং আমিশা প্যাটেল উভয়ের কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি হল ‘গদর ২’। এইমুহুর্তে ২০২২ সালের সবচেয়ে বেশি আয়করী ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর ২’। প্রথমস্থানে শাহরুখের ‘পাঠান’। এখন দেখা যাক সানি এই রেকর্ড ভাঙতে পারে কি না!

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর