পাত্তা পেল না পাঠান, ২১ দিনে গদরের আয় টেক্কা দিচ্ছে শাহরুখকে, এবার অস্কার দৌড়ে সানির ছবি!

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই খবর মিলেছিল, চরম আর্থিক সঙ্কটে ভুগছেন ‘গদর ২’ (Gadar 2) খ্যাত সানি দেওল (Sunny Deol)। চড়া ঋণের কারণে নাকি তার বিলাসবহুল বাংলোকে নিলামে তুলছে দেশের এক নামি ব্যাঙ্ক‌। তবে ব্যক্তিগত জীবনে যত সমস্যাই থাকুক না কেন, তার ছবি যে বক্স অফিসে (Box Office Collection) ধামাকা করেছে সে কথা বলাই বাহুল্য।

আসলে এখন রোজই বেড়ে চলেছে লাভের অঙ্ক‌। ‘গদর ২’ যেন বক্স অফিসে দমকা হাওয়ার মতো। ২১ দিন কেটে গেলেও ছবিটি নিয়ে এখনও উন্মাদনা কমেনি দর্শকদের। এখনও পর্যন্ত ছবির মোট আয় ৪৮০ কোটি টাকা। অর্থাৎ খানেদেরও বলে বলে গোল দিচ্ছেন সানি দেওল। যা কিনা সত্যিই একটা অভাবনীয় ব্যাপার।

   

আর এসবের মধ্যেই গদর ২ নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন পরিচালক অনিল শর্মা। পরিচালক জানালেন, সানির ছবি যাবে অস্কারের মঞ্চে। এখন থেকেই আবেদনের কাজ শুরু করে দিয়েছে তার টিম। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে অনিল শর্মা বলেন, ‘গদর ২’ কে অস্কারে পাঠানোর জন্য প্রচুর আবেদন এসেছে। ‌কারণ এর আগে একই সাথে মুক্তি পাওয়া ‘লগন’ অস্কারের দৌড়ে সামিল হলেও ‘গদর’ হয়নি।

আরও পড়ুন : মাত্র ৩১ বছরেই থমকে গেল জীবন, জনপ্রিয় টেলি অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

পরিচালকের কথায়, ‘আমরা এবার আছি এতে। গদর ২ সত্যিই অস্কার পাওয়ার যোগ্য। গদর-ও অস্কার পাওয়ার যোগ্য ছিল। আমরা ১৯৪৭ সালের দেশের স্বাধীনতা পাওয়ার গল্পটিকে একেবারে আলাদা ভঙ্গিতে বলেছিলাম। ওটা একটা নতুন এবং মৌলিক গল্প ছিল। গদর ২-ও নতুন এবং মৌলিক গল্প।’

আরও পড়ুন : সিরিয়ালে সন্তানের মা হলেও এখনও স্কুল পাশ করেনি রানী! রইল অভিনেত্রীর আসল পরিচয়

অনিল শর্মা আরও বলেন, ‘গদর ২’ কে মানুষ যেভাবে আপন করে নিয়েছে তাতে তিনি যারপরনাই খুশি। তবে দীর্ঘ ৪০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেও কোনও অ্যাওয়ার্ড না পাওয়া তাঁর কাছে খুব কষ্টের। পরিচালক বলেছেন, ‘মিথ্যে বলব না আমিও অ্যাওয়ার্ড চাই। পেলে ভালোই লাগবে।’ তার ধারণা, লবাবাজি না করার জন্যই পুরস্কার থেকে বঞ্চিত রয়েছেন তিনি।

আরও পড়ুন : রিলিজের আগেই ব্যবসায় লালবাতি! চরম বিতর্কে যশের ‘ইয়ারিয়া ২’, দায়ের হল FIR

et00338629 xlyrathmlr landscape

কথাপ্রসঙ্গে অনিল জানান, ‘আমি মন থেকে ছবি বানাই। সেরকমটাই দেখাই যা আমার ভালো লাগে। দর্শকদের কাছ থেকে প্রশংসা পেলে মন আনন্দে ভরে ওঠে। নিন্দে আসলে কষ্ট পাই। তবে তারপর দর্শকরা যেগুলো ভুল বলছে তা শুধরে নেওয়ার চেষ্টা করি। কারণ নির্মাতা ভুল হতে পারেন, দর্শকরা ভুল হতে পারেন না কখনো।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর