জোরকদমে চলছে গগনযান অভিযানের প্রস্তুতি, মহাকাশচারীদের ‘ফার্স্ট লুক’ প্রকাশ বায়ুসেনার

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই চার নভোশ্চরদের বেছে নিয়েছে ইসরো গগনযান অভিযানের জন্য। ইসরোর পক্ষ থেকে এই মহাকাশচারীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ভারতীয় বায়ুসেনার অধীনস্থ ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন বেছে নিয়েছে এই মহাকাশচারীদের। সম্প্রতি বায়ুসেনার ৯১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছিল একটি ভিডিও।

সেই ভিডিওতে এই মহাকাশচারীদের ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হয়েছে। ভারত যে গগনযান অভিযান করতে চলেছে তাতে কতজন মহাকাশচারীকে পাঠানো হবে সেই বিষয়ে অবশ্য কিছু জানায়নি ইসরো। আপাতত ইসরোর পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে চারজনকে। তবে সূত্রের খবর, মহাকাশে শেষ অব্দি হয়ত পাঠানো হবে দুজন কিংবা তিনজনকে।

আরোও পড়ুন : ৫৫০০ শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশেই ক্লার্কশিপের চাকরি! মিলবে ভালো বেতনও

ইসরো সূত্রে আরো খবর, গগনযান অভিযানের আগে হয়ত মহাকাশে একজনকে পাঠানো হতে পারে। সেই মহাকাশচারী মহাকাশে যেতে পারেন ভারত ও আমেরিকার যৌথ অভিযানে। প্রসঙ্গত, চলতি বছরে আমেরিকা গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেছিলেন, নাসার মহাকাশ অভিযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেতে পারেন একজন ভারতীয়।

আরোও পড়ুন : কমবে সময়! পাল্টাচ্ছে হাওড়া- NJP বন্দে ভারতের টাইমটেবিল, কপাল খুলবে যাত্রীদের

ইসরো প্রধান এস সোমনাথ পরবর্তীকালে জানান, ইসরোর পক্ষ থেকে যে তিনজন মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে থেকেই একজনকে পাঠানো হতে পারে নাসার এই অভিযানে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা যাচ্ছে, এই চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার ৬০ জন টেস্ট পাইলটদের মধ্যে থেকে। 

whatsapp im 1696474189073 1696474189292

এরপর তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় রাশিয়ার গ্যাগারিন রিসার্চ অ্যান্ড টেস্ট কসমোনট ট্রেনিং সেন্টারে।পরবর্তীকালে এনাদের ট্রেনিংয়ের জন্য বেঙ্গালুরুতে হ্যাল বিমানবন্দরের খুব কাছেই একটি পুরনো এয়ারপোর্ট রোডে গড়ে তোলা হয় একটি প্রশিক্ষণ শিবির। বায়ুসেনার ভিডিওতে এই মহাকাশচারীদের ফার্স্ট লুক প্রকাশ করা হলেও এনাদের পরিচয় সম্বন্ধে কিছু জানানো হয়নি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর