‘শতরানটা সম্পূর্ণ করো’, গম্ভীরকে পরামর্শ দিয়েছিলেন ধোনি! মানেননি তারকা ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তার এবং মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে সম্পর্ক কোনওদিনই মধুর নয়। মাঠের মধ্যে দুজনকে কখনও কিছু বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। কখনও বা গৌতম গম্ভীর সরাসরি বলেছেন যে ধোনিকে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য যতটা কৃতিত্ব দেওয়া হয়, ততটা কৃতিত্বের যোগ্য নন তিনি। কারণ ক্রিকেট একটা দলগত খেলা আর একজন অধিনায়ক ঠিক ততটাই ভালো যতটা তার দল।

কিন্তু সম্প্রতি গৌতম গম্ভীরের মুখে শোনা গেল ধোনির সম্পর্কে কিছু ভালো কথা। ২০১১ সালে গম্ভীর এবং মহেন্দ্র সিংহ ধোনির ঐতিহাসিক পার্টনারশিপে ভর করে শ্রীলঙ্কাকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার মালিঙ্গার আগুনে বোলিংয়ের সামনে দ্রুত দুই ওপেনার সেওবাগ ও সচিনকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই পরিস্থিতি থেকে প্রথমে তরুণ কোহলি ও পরে ধোনির সাথে অসাধারণ পার্টনারশিপ গড়ে ম্যাচ বার করে দিয়েছিলেন গম্ভীর।

gautam gambhir back

কিন্তু সেদিন অল্পের জন্য শতরান করা হয়নি গৌতম গম্ভীরের। ১২২ বলে ৯৭ রান করে আউট হয়েছিলেন বাঁ-হাতি ভারতীয় ওপেনার। যদিও সেই জন্য কোনওদিনই আফসোস প্রকাশ করতে দেখা যায়নি গৌতম গম্ভীরকে। দলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেই সন্তুষ্ট ছিলেন তিনি। তবে সম্প্রতি সেই ম্যাচে ধোনির বলা কিছু কথা নিয়ে মুখ খুলেছেন গম্ভীর।

গৌতম গম্ভীর জানিয়েছেন যে একটা সময়ের পর মহেন্দ্র সিংহ ধ্বনি তাকে নিজের শতরানটি পূরণ করতে পরামর্শ দিয়েছিলেন। ধোনি তাকে বলেছিলেন প্রয়োজনে যা ঝুঁকি নেওয়ার সেটা তিনি নেবেন। গম্ভীর যেন নিজের শতরানটা পূর্ণ করে নেন। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে উইকেট যেন না খোয়াতে হয়।

অবশ্য ধোনির সেই নির্দেশ মানেননি গম্ভীর। ৫২ বলে ৫১ রান বাকি এমন অবস্থায় থিসারা পেরেরার বলে বড় শট মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। যদিও তাতে ভারতের শেষ পর্যন্ত কোন অসুবিধা হয়নি। ধোনির সঙ্গে জুড়ে যুবরাজ সিং বাকি প্রয়োজনীয় রান তুলে নেন ও আইকনিক ছক্কা মেরে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন ধোনি।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর