২৫ কোটি মূল্য হলেও স্টার্ক নয়, ভারতের এই প্লেয়ারের ওপরেই বাজি রাখছেন গম্ভীর! মাস্টারপ্ল্যান তৈরি KKR-এর

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি বছরের IPL (Indian Premier League)। তার আগে দল সাজানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ফ্র্যাঞ্চাইজিগুলিতে। এদিকে, কলকাতা নাইট রাইডার্স শিবিরে এবারে তারকাদের ভিড় অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, নিলামের টেবিলে KKR (Kolkata Knight Riders)-কে যথেষ্ট আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিল। আর তার ওপর ভর করেই এবারের নিলাম থেকে রেকর্ড মূল্যে অস্ট্রেলিয়ার তারকা খেলোয়ার মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিজেদের শিবিরে নিয়ে এসেছে KKR। শুধুমাত্র স্টার্কের জন্যই কলকাতা খরচ করেছে ২৪.৭৫ কোটি টাকা।

তবে, KKR শিবিরে যেমন স্টার্কের মতো IPL-এর ইতিহাসের সবথেকে দামি খেলোয়াড় রয়েছে ঠিক তেমনি এমন কিছু খেলোয়াড়কেও এই ফ্র্যাঞ্চাইজি সুযোগ দিয়েছে যাঁরা ২২ গজে এখনও তেমন প্রতিষ্ঠা পাননি। যদিও, ঠিক সেই রকমই এক খেলোয়াড়ের ওপর বাজি ধরতে প্রস্তুত চলতি বছরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় থাকা গৌতম গম্ভীর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ২০২৪-এর IPL-এর আগে ফের KKR-এ প্রত্যাবর্তন করেছেন গৌতম। এদিকে, জুনিয়র ক্রিকেটারদের তুলে আনতে গম্ভীর বরাবরই ইতিবাচক মনোভাব বজায় রাখেন। অনুমান করা হচ্ছে যে, চলতি মরশুমের IPL-এ তারকা খেলোয়াড়দের পাশাপাশি অনামী ক্রিকেটারদেরও তিনি যথেষ্ট গুরুত্ব দেবেন।

Gambhir is betting on this Indian player in IPL
ইনিই হবেন গম্ভীরের তুরুপের তাস: জানা গিয়েছে, এবারের IPL-এ রমনদীপ সিং হয়ে উঠতে পারেন গম্ভীরের তুরুপের তাস। রমনদীপের জন্য KKR খরচ করেছে মাত্র ২০ লক্ষ টাকা। তবে, এই অলরাউন্ডারের ইতিমধ্যেই IPL খেলার অভিজ্ঞতা রয়েছে। অতীতে কিছু ম্যাচ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। শুধু তাই নয়, দলের প্রয়োজন অনুযায়ী বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটেও রান তুলে আনতে পারেন তিনি।

আরও পড়ুন: IPL থেকে ছিটকে যেতেই চোটের বিষয়ে বড় আপডেট দিলেন শামি, কি জানালেন তারকা পেসার?

এমতাবস্থায়, সঠিক এবং নিয়মিত উপযুক্ত পরামর্শ পেলেই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। আর এই কাজেই দক্ষ গৌতম গম্ভীর। এদিকে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পর রমনদীপ জানিয়েছিলেন, “আমি KKR-এর অংশ হতে চেয়েছিলাম। আমি খুশি যে দল আমার সম্ভাবনা বুঝতে পেরে আমাকে তাদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। নিলামের সময় আমি অনেকটা চিন্তায় ছিলাম।”

আরও পড়ুন: ভুলে যান রিচার্জের চিন্তা! এবার ৬৫ দিন ধরে হবে আনলিমিটেড কলিং, ধামাকাদার প্ল্যান সামনে আনল BSNL

পাশাপাশি, তিনি এটাও জানান যে, KKR সেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম, যারা তরুণ খেলোয়াড়দের শুধুমাত্র সমর্থনই করে না, বরং তাদের ক্ষমতা এবং দক্ষতাকে সম্মান জানিয়ে তাঁদের মধ্য থেকে সেরাটি বের করে আনতে সাহায্য করে।” উল্লেখ্য যে, ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেটার ইতিমধ্যেই একাধিক ম্যাচে নজর কেড়েছেন। রমনদীপ ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে ৫ ম্যাচে ৪৫ রান এবং ৬ উইকেট নিয়েছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর