টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য এবার “বড় দাবি” করে বসলেন গম্ভীর! কি করবে BCCI? শুরু হল জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) নতুন কোচ নিয়োগে এসেছে নতুন মোড়। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরেই ভারতীয় দলের (India National Cricket Team) পরবর্তী হেড কোচ হিসেবে সামনে এসেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। যদিও, এখনও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করা হয়নি।

টিম ইন্ডিয়ার (India National Cricket Team) কোচ হওয়ার আগে নয়া দাবি গম্ভীরের:

তবে, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে বেতনের প্রসঙ্গে গম্ভীর এবং BCCI (Board of Control for Cricket in India)-এর সাথে এখনও আলোচনা চলছে। ঠিক এই আবহেই এবার আরও একটি বিষয় সামনে এসেছে যে গম্ভীর তাঁর পছন্দের সাপোর্টিং স্টাফ (India National Cricket Team) নিয়োগ করতে চান। এমতাবস্থায়, উঠে আসছে অভিষেক নায়ারের নাম।

   

Gambhir made a "big demand" to become the coach of India National Cricket Team.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অভিষেক নায়ার গৌতম গম্ভীরের সাথে কলকাতা নাইট রাইডার্সে সহকারী কোচের ভূমিকায় ছিলেন। এই দু’জনের উপস্থিতিতে চলতি বছরের IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে KKR। এমতাবস্থায়, বর্তমানে সময়ে যখন হেড কোচ হিসেবে গম্ভীরের নাম কার্যত ঠিক হয়ে গিয়েছে তখন গম্ভীর চান অভিষেক নায়ারও সাপোর্টিং স্টাফের অংশ হন।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পর প্রথমবার কলকাতার রাজপথে পা রাখছেন “ফুটবলের রাজপুত্র” মেসি! অপেক্ষা আর কটা দিনের

KKR-এর সাথে গম্ভীরের জোট: প্রসঙ্গত উল্লেখ্য, যখনই টিম ইন্ডিয়াতে কোচিং স্টাফের পরিবর্তন হয় তখন নতুন সাপোর্টিং স্টাফ অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ করে প্রধান কোচ তাঁর পছন্দের সাপোর্টিং স্টাফ নিয়ে তাঁর মেয়াদ শুরু করতে চান। এই কারণেই এখন গৌতম গম্ভীর অভিষেক নায়ারকে সাপোর্টিং স্টাফ হিসেবে অন্তর্ভুক্ত করতে চান বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Axis Bank-এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি, এভাবে করুন আবেদন

এদিকে, অভিষেক নায়ারের বিষয়টি ছাড়াও পাশাপাশি বোলিং কোচ হিসেবে উঠে এসেছে জাহির খানের নামও। জাহির খানকে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) নতুন বোলিং কোচ হিসেবে চান গৌতম গম্ভীর। রিপোর্টে এটাও দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গৌতম গম্ভীর এবং জাহির খান দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার হয়ে একে অপরের সাথে খেলেছেন। এমন পরিস্থিতিতে কোচিং স্টাফের ভূমিকায় তাঁরা অবতীর্ণ হলে রীতিমতো আলোড়ন সৃষ্টি হবে বলেই মনে করছেন অনেকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর