সৌরভকে সরিয়ে গাম্ভীরের হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে কি বিশেষ বার্তা দিয়েছিলেন শাহরুখ খান?

2011 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের অধিনায়ক পরিবর্তন করে। তারা সৌরভ গাঙ্গুলীর হাত থেকে অধিনায়কত্ব সরিয়ে অধিনায়কের দায়িত্ব তুলে দেন গৌতম গম্ভীর এর হাতে। তারপর এই বিষয়টি নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল, সমালোচনা হয়েছিল চারিদিকে। পরে অবশ্য কলকাতা নাইট রাইডার্স এর দায়িত্ব নিয়ে দলের পুরো ভোল বদলে দেন গৌতম গম্ভীর। কিন্তু সেদিন কার কথায় এমনটা করছিলেন গৌতম গম্ভীর? কলকাতা নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খানই বা কি বলেছিল গৌতম গম্ভীরকে?

2008 সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে 2010 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিন্তু এই তিন বছরে একবারও আইপিএলের প্লে-অফে পৌঁছাতে পারেনি কেকেআর। 2011 আইপিএলে কেকেআর তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় সৌরভ গাঙ্গুলীকে। এমনকি দল থেকেও বাদ দিয়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীকে। তারপর কেকেআর কর্নধার শাহরুখ খান অধিনায়কত্ব তুলে দেয় গৌতম গম্ভীরের হাতে। তারপর শাহরুখ খান গৌতম গম্ভীরের সাথে দীর্ঘক্ষণ বৈঠকও করেন।

169707799253b0ee68d0774a793f79d150114b68962c5d6b446e633ac81472547d03edb34

সেই বৈঠকে শাহরুখ খান এক বিশেষ বার্তা দেন গৌতম গম্ভীর কে। এতদিন পর সেদিনের সেই বিশেষ বার্তা কি ছিল সেটা জানালেন গৌতম গম্ভীর। সেদিন শাহরুখ খান গম্ভীর হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে বলেছিলেন “হয় গড় না হয় ভেঙ্গে ফেলো।” তারপর গৌতম গম্ভীর এর হাত ধরে কলকাতা নাইট রাইডার্সের চেহারায় বদলে যায়। গাম্ভীরের নেতৃত্বেই 2012 এবং 2014 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।

Udayan Biswas

সম্পর্কিত খবর