টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রস্তুত গম্ভীর? BCCI-এর সামনে রাখলেন এই “বিশেষ শর্ত”

বাংলা হান্ট ডেস্ক: কে হবেন ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) হেড কোচ? এখন এই প্রশ্নকে ঘিরেই সর্বত্র শুরু হয়েছে জল্পনা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই BCCI (Board of Control for Cricket in India)-এর তরফে ভারতীয় দলের কোচের পদে আবেদনের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এই আবেদনপত্র গ্রহণের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মে।

এদিকে, ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে T20 বিশ্বকাপের পর। এমন পরিস্থিতিতে, BCCI জোরকদমে কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি, কোচ হওয়ার দৌড়ে নাম উঠে এসেছে গৌতম গম্ভীরের। যিনি বর্তমান IPL-এ KKR-এর মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পাশাপাশি, তাঁর উপস্থিতিতে KKR যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে।

Gambhir placed special conditions before BCCI to become the head coach of Team India.

তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কোচ হওয়ার ক্ষেত্রে গম্ভীর সরাসরি BCCI-এর দিকে একটি শর্ত ছুঁড়ে দিয়েছেন। যেই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে যে, গৌতম গম্ভীর BCCI-এর কাছে কোচ হওয়ার জন্য আবেদন তখনই করবেন যদি BCCI তাঁকে কোচ বানানোর ক্ষেত্রে সংকেত দেয়।

আরও পড়ুন: একলাফে দাম কমবে ৯০ লক্ষ টাকা! এবার ভারতের মাটিতে Range Rover তৈরি করবে টাটা মোটরস

অর্থাৎ, সোজা কোথায় ভারতীয় দলের কোচ হওয়ার ক্ষেত্রে BCCI-এর তরফে গম্ভীরের জন্য ইতিবাচক মনোভাব বজায় থাকলে এবং তাঁকেই কোচ হিসেবে নির্বাচন করা হলে তবেই গম্ভীর এক্ষেত্রে আবেদন করবেন। এই বিষয়টি থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে, গৌতম গম্ভীর চান না যে তিনি আবেদন করার পরেও BCCI অন্য কাউকে কোচ হিসেবে নির্বাচন করুক। আর সেই কারণেই তিনি আগেভাগে এই বিষয়টি সম্পর্কে BCCI-কে স্পষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুন: এখনও বাকি ফাইনাল! তার আগেই KKR শিবির ছাড়লেন গম্ভীর? সামনে এল কারণ

তবে, এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে, মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের সামগ্রিক পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো। ২ বছর আগেই অর্থাৎ ২০২২-এ তিনি IPL-এ লখনউয়ের মেন্টর হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। সেই সময়ে তিনি ওই দলকে কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। অপরদিকে, ২০২৪ সালে গম্ভীর মেন্টর হিসেবে কলকাতায় যোগ দেওয়ার পর ইতিমধ্যেই ওই দলকে তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এমতাবস্থায়, রিপোর্ট অনুসারে IPL-এর ফাইনালের দিন BCCI-এর কিছু আধিকারিক কোচ হওয়ার বিষয়ে গম্ভীরের সাথে আলোচনাতেও বসতে পারেন বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে এটাই দেখার যে শেষ পর্যন্ত গম্ভীরের শর্ত বজায় রেখে BCCI কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে কিনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর