বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট কেরিয়ারের শেষ লগ্নে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক ততটা মধুর ছিল না বলে একটা ধারণা আছে। তার অবশ্য বেশ কিছু কারণও রয়েছে। মাঠে দুজনের মধ্যে তর্কাতর্কির দৃশ্য, মাঠের বাইরে বিতর্কিত মন্তব্য সবমিলিয়ে এমন কিছু ধারণা উঠে এসেছে। কিন্তু এখন সেই রহস্য থেকে পর্দা চিরতরে উঠে গেছে৷ গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ করতেন কিনা সেই নিয়ে মন্তব্য করলেন স্বয়ং গৌতম গম্ভীর।
ইউটিউবে সঞ্চালক যতীন সাপ্রুর সাথে কথা বলার সময়, গৌতম গম্ভীর ধোনির তীব্র প্রশংসা করেছেন এবং বলেছেন যে তার ধোনিকে পছন্দ না করার যে রটনাটা সত্য নয়। ক্রিকেটার ধোনির প্রতি গম্ভীরের অগাধ শ্রদ্ধা রয়েছে সেই কথা জানিয়ে দিয়েছিলেন ভারতের তারকা ওপেনার।
গৌতম গম্ভীর বলেছিলেন, “ধোনি একজন অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন এবং একজন মানুষ হিসাবে তিনি যা করেছেন, তা অবিশ্বাস্য। ভবিষ্যতে ধোনির দরকার পড়লে তাকে ধোনির পাশে দাঁড়ানো প্রথম ব্যক্তি করে তুলবে।” ২০০৩ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল গম্ভীরের। এরপর ২০০৪ সালে ধোনি প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপান। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে গম্ভীর ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
ধোনি ২০০৮ সালে ভারতের সব ফরম্যাটে অধিনায়কত্বর দায়িত্ব পান। ২০১১ সালে, ভারতও ২৮ বছরের খরা কাটিয়ে ৫০-ওভারের বিশ্বকাপ জিতেছিল। গম্ভীর এবং ধোনি ফাইনালে শ্রীলঙ্কার ২৭৫ রান তাড়া করে ভারতকে ম্যাচ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দুজনে মিলে ১০৯ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। ধোনি খেলেন ৯১ রানের আগ্রাসী ইনিংস আর গম্ভীর ৯৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছিলেন।