কোহলি নন, এই ক্রিকেটারের পাওয়া উচিত ছিল ম্যাচের সেরার পুরস্কার! মন্তব্য গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) গতকাল দুর্দান্ত শতরান করে ভারতকে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচটি জিততে বড় সাহায্য করেছেন। আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে তিনি প্রথম ওডিআই ম্যাচেও শতরান করেছিলেন। এরপর গ্রিনফিল্ড স্টেডিয়ামে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান। এরপর তাকেই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে।

বিরাট কোহলি এই সিরিজে মোট ২০৬ টি বল খেলেছেন। এই ২০৬ বল খেলে তিনি মোট ২৮৩ রান করেছেন। মেরেছেন ২৬টি চার এবং ৯টি ছক্কা। শুভমান গিল ছাড়া আর কোন ক্রিকেটার তার ধারে কাছেও নেই রান সংগ্রহের দিক দিয়ে এই সিরিজে। তাই তার ম্যাচের ফেরা হওয়া নিয়ে কেউই আপত্তি প্রকাশ করেননি।

কিন্তু গৌতম গম্ভীর এই ধারণার সাথে একমত হয়নি। বিরাট কোহলি এই সিরিজের তিনটি ম্যাচেই ভালো পারফরম্যান্স করেছেন এমন নয়। ইডেন গার্ডেন্সে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তাই গৌতম গম্ভীর মনে করেন কোহলি ভালো খেললেও সিরিজের সেরার পুরস্কারটি ওঠা উচিত ছিল ভারতের ক্রমশ উন্নতিশীল পেসার মহম্মদ সিরাজের হাতে।

siraj 1

গত কয়েক মাসে ওডিআই ফরম্যাটে বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই পেসার। বুমরার অনুপস্থিতিতে নতুন বল হাতে উইকেট তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। তিন ম্যাচ খেলে তিনি মোট ৯ টি উইকেট নিয়েছেন এই সিরিজে। তার মধ্যে শেষ ম্যাচেই নিয়েছেন ৪ টি উইকেট। উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিংও করছেন তিনি।

গৌতম গম্ভীর বলেছেন, “বিরাট কোহলির সঙ্গে এই পুরষ্কারের যোগ্য দাবীদার সিরাজও ছিলেন। বিরাট কোহলির সঙ্গে মহম্মদ সিরাজকে যুগ্মভাবে সিরিজের সেরা ঘোষণা করা উচিৎ ছিল। এই গোটা সিরিজে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এবং এমন ব্যাটিং বান্ধব উইকেটেও তিনি দুর্দান্ত বোলিং করেছেন।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর