বাংলা হান্ট নিউজ ডেস্ক: সকলেই অপেক্ষা করছেন আইপিএল ২০২২-এর আগে মেগা অকশনের। তার আগে ৮ টি পুরোনো দল তাদের পছন্দের কিছু ক্রিকেটারকে ধরে রেখেছে এবং বাকিদের বাদ দিয়েছে। কিন্তু আসল বিষয় হল যে এই নিলামে ৮ টির পরিবর্তে ১০টি দল অংশ নিতে যাচ্ছে। নতুন এই দুই দলে দেখা যাবে নতুন কোচ, অধিনায়কসহ বেশ কিছু এমন ক্রিকেটারকে যারা আগে আইপিএল খেলেননি। সেই সঙ্গে ভারতীয় ভক্তরা শুনে খুশি হবেন যে আইপিএলের মঞ্চে আবারও দেখা যাবে তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরকে। তবে ক্রিকেটার হিসেবে নয়, তিনি ফিরছেন কোচ হিসেবে।
লখনউয়ের দলে এই নতুন ভূমিকায় দেখা যাবে গম্ভীর-কে। এর আগে, জিম্বাবোয়ের প্রাক্তন তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে লখনউ দলের নতুন কোচ হিসাবে যুক্ত করা হয়েছিল। চার বছর আগে তিনি আইপিএলে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন। এখন তাকে দেখা যাবে লখনউ দলের মেন্টর হিসাবে। অ্যান্ডি ফ্লাওয়ারকে এবং দলের ক্রিকেটারদের পরামর্শ দিয়ে সাহায্য করবেন তিনি।
লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা গোটা বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন – হ্যাঁ, আমরা গৌতম গম্ভীরকে দলের সাথে একজন পরামর্শদাতা হিসাবে যুক্ত করেছি। গম্ভীর তার সময়ের একজন শক্তিশালী ব্যাটসম্যান। তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যা আমাদের দলের ক্রিকেটারদের নিশ্চিতভাবেই সাহায্য করবে।
এই আগে গৌতম গম্ভীর আইপিএলে অধিনায়ক হিসেবে কেকেআরকে দু বার আইপিএল জিতিয়েছেন। এই আইপিএলে সেই দুবারের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইবে লখনউ দল। গম্ভীর আইপিএলে মোট ১২৯ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে দলটি ৭১ টিতে তার দল জয় পেয়েছে এবং ২৯ টিতে তার দলকে দেখতে হয়েছে হারের মুখ। শোনা যাচ্ছে আইপিএলের নিলামে তাদের প্রথম লক্ষ্য কে এল রাহুল জাতীয় একজনকে সই করানো। যদি তাই হয় তবে রাহুল-গম্ভীর জুটি-কে দেখতে খুবই ভালো লাগবে দর্শকদের।