এবার আপনিই করে নিন গণেশের কুষ্ঠিবিচার!

বাংলা হান্ট ডেস্ক : শিব পুরাণ অনুযায়ী জানা যায় একবার পার্বতী স্নানাগারের বাইরে গণেশকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন,তখন শিব এলেন। তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন। কিন্তু গণেশ তাঁকে বাধা দিলেন।তখনই শিব রেগে গিয়ে তাঁর বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার।কিন্তু সেই বাহিনী গণেশের সামান্য ক্ষতি করতেও পারলেন না, তখন শিব বুঝলেন, গণেশ সামান্য ছেলে নয়। তাই তিনি নিজেই গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন।

প্রসঙ্গত ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়। গণেশের কুষ্ঠিতে লগ্নে বৃশ্চিক রাশি রয়েছে এবং মঙ্গল বিরাজ করছে। অত্যন্ত শুভ।
অন্যদিকে, গণেশের লগ্নস্থানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। আবার সূর্যের ওপর শনির দৃষ্টি থাকার কারণেই বাবার হাতে পুত্রের শিরোচ্ছেদ হয়।
আবার বলা হয় গণেশ শিবের গণের অধ্যক্ষ। তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত।

সম্পর্কিত খবর