জন্মদিনের পার্টিতে বছর কুড়ির তরুণীকে গণধর্ষণ, হরিদেবপুরের ঘটনায় তোলপাড় এলাকা

Published on:

Published on:

Gang Rape Allegation in Haridevpur Sparks Outrage in Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ শহরের নারী নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। সম্প্রতি আবারও এক তরুণীর উপর গণধর্ষণের (Rape) অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর এলাকায়। অভিযোগ, জন্মদিনের পার্টিতে গিয়ে নারকীয় অত্যাচারের শিকার হন কুড়ি বছরের ওই তরুণী। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

প্রথমে ধর্ষণ (Rape) এবং তারপরে নির্যাতন করা হয় ওই তরুণীকে

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। জানা যায়, সেখানেই তাঁকে প্রলোভন দেখিয়ে অন্য এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। তরুণীর অভিযোগ, সেখানে উপস্থিত দুই যুবক মিলে তাঁকে গণধর্ষণ (Rape) করে। শুধু তাই নয়, ধর্ষণের পর দীর্ঘক্ষণ ধরে তাঁর উপর নির্যাতন করা হয়। অবশেষে সুযোগ পেয়ে কোনওমতে বেরিয়ে আসেন ওই তরুণী এবং পরিবারের কাছে সব জানায়।

ঘটনার পরের দিনই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ (Rape) এবং নির্যাতনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে খবর অভিযুক্ত ওই দুই যুবক পলাতক। তাই অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা যায়নি বলে খবর। তবে, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় (Rape) ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। কিছুদিন আগেই এক বছর পূর্ণ হয়েছে আরজি কর কাণ্ডের। তার আগেই কসবা কাণ্ডে ল কলেজের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল কলকাতা। সেসব ঘটনার পর এবার হরিদেবপুরে ফের একই ধরনের অভিযোগ ওঠায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Gang Rape Allegation in Haridevpur Sparks Outrage in Kolkata

আরও পড়ুনঃ পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে? শেষ মুহূর্তে জারি বিশেষ নির্দেশিকা

শহরে একের পর এক নারকীয় ঘটনার (Rape) পুনরাবৃত্তি শহরবাসীর নিরাপত্তাবোধকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এখন শহরে নারীদের কড়া নিরাপত্তা, কঠোর পুলিশি পদক্ষেপ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের।