বাংলা হান্ট ডেস্কঃ বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারাণসীর (Varanasi) অনুকরণেই কলকাতায় হবে গঙ্গারতি, জানালেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার আউট্রাম ঘাট থেকে সাগরগামী পুণ্যার্থীদের শুভেচ্ছাবার্তা দিতে সংক্ষিপ্ত ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথিতেই বাবুঘাটে শুরু হবে প্রস্তুতি। প্রস্তুতি সম্পূর্ণ হলে তবেই শুরু হবে গঙ্গারতি। বুধবার আউট্রাম ঘাটে দাঁড়িয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সকলকে নিজেদের নিরাপত্তার বিষয়েও সতর্ক করেন তিঁনি।
এদিন ঠিক কী কী বললেন মুখ্যমন্ত্রী? বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, “কলকাতায় সন্ধ্যায় গঙ্গা আরতির ব্যবস্থা করা হবে। বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির কথা বলেছিলাম। আগামিকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন। আগামিকাল থেকেই পুরসভাকে বলবো কাজ শুরু করতে। বড় লাইটের ব্যবস্থা করতে হবে। ”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “সম্পূর্ণ পরিকল্পনা সেরে এগনো হবে। যাঁরা আরতি করবেন তাঁদের অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।” তাঁর সংযোজন, ” আমরা চাইব আগামিদিনে দক্ষিণেশ্বর ঘাটে হোক, বেলুড়মঠে হোক, তারাপীঠে হোক, কালীঘাটে একটা পুষ্করিণী আছে যেখানে যেখানে সুযোগ আছে হোক।”
সাথেই এদিন সকলকে ধীরেসুস্থে মেলায় যাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সাগরে মমতা সরকারের করা উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “যেতে গেলে জলের উপর দিয়ে প্রায় ৪৫ মিনিট ভেসেলে উঠতে হয়। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, তা না হলে যখন তখন বড় বিপদ ঘটে যেতে পারে। সকলে আসুন গঙ্গাসাগর মেলায়। ঘুরে দেখুন মেলা। এখান থেকে পবিত্র গঙ্গাজলে স্নান করুন। বাড়িতে নিয়ে যান পবিত্র গঙ্গা জল। আপনার পরিবারের এবং ছেলেমেয়েদের কল্যাণ হবে।”