বাংলা হান্ট ডেস্কঃ পর্যটকের পরিমাণ আরও বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে দঃ ২৪ পরগণা জেলা প্রশাসন এবং গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ। নতুন রূপে সাজবে গঙ্গাসাগর । শুধু শীতেই নয়,বছরভর আরও পর্যটক টানতে তৈরি হবে নানান আকর্ষণীয় বস্তু । পুরীকেও হার মানাবে একসময় এই সমুদ্রতট, এতটাই আশা রাখছে দঃ ২৪ পরগনা জেলা প্রশাসন ।
গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যেই নতুন এক ওয়েবসাইট খোলা হয়েছে । ওই ওয়েবসাইটে পর্যটকরা বিভিন্ন তথ্য জানতে পারবেন । হোটেল থেকে যাতায়েত করার জন্য গাড়ির রুট এবং নদী পারাপারের জন্য ভেসেলের সময়সূতি সমস্ত কিছু খোঁজ মিলবে ওয়েবসাইটে । ওই ওয়েবসাইটে মিলবে মেল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর যার মাধ্য়মে আপনি সহজেই আপনি গঙ্গাসাগর-বকখালি বেরানোর জন্য যাবতীয় তথ্য অনুসন্ধান করতে পারবেন ।
জানুয়ারি মাসের শুরু থেকে পৌষ সংক্রান্তির সময় পর্যন্ত প্রচুর পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে । সেই ভিড়া যাতে এবার সারাবছর এই সাগরে চোখে পড়ে, তারই ব্যবস্থা করছে ওখানকার প্রশাসন ও পর্ষদ মিলে । গঙ্গাসাগরের বিশেষ ঐতিহ্য যেখানে লুকিয়ে আছে, অনেক ইতিহাসের সাক্ষী সেই কপিল মুনির আশ্রম । আশ্রম পরিদর্শনে আসেন লক্ষ লক্ষ মানুষ, ভক্তের দল। আশ্রমের কাছেই সমুদ্র । আর একটু এগোলেই সমুদ্রতট । দু-পাশে বিস্তীর্ণ বেলাভূমি, সেই সঙ্গে ঝাউ-এর বাগান, এক অপূর্ব প্রকৃতিকে দৃশ্যমান হয় ।
এ বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেখানে । প্রচুর মানুষের ভিড় সামলাতে নানান পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন থেকে রাজ্য প্রশাসন । মেলা প্রাঙ্গন থেকে শুরু করে তার চারিপাশ সাজিয়ে তোলা হচ্ছে । সাগর মেলায় পুণ্যার্থীদের আগমনের জন্য প্রস্তুত গঙ্গাসাগর ।