বাংলাহান্ট ডেস্ক: দু সপ্তাহ মোটে শুরু হয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (gantchhora)। আর শুরু হতে না হতেই ট্রোলের মুখে পড়েছে গৌরব চট্টোপাধ্যায় সোলাঙ্কি রায় অভিনীত এই সিরিয়াল। ডেইলি সোপের ক্ষেত্রে ট্রোল অবশ্য নতুন কিছু নয়। বেশিরভাগ সিরিয়ালকেই কোনো না কোনো সময়ে ট্রোল হতে হয়েছে। বেশিরভাগ সময়ে কারণটা গাঁজাখুরি গল্প।
তবে গাঁটছড়ার ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। এখানে ট্রোল হচ্ছে ‘সিঁদুর কাণ্ড’ এর জন্য! সেটা কেমন? আসলে সিরিয়ালের গল্প ঠিকঠাক ভাবে শুরু হতে না হতেই বিয়ে হয়ে গিয়েছে দুই মুখ্য চরিত্র ঋদ্ধি ও খড়ির। একে অপরকে দু চক্ষে দেখতে পারে না তারা। কিন্তু সিরিয়ালের নাম এবং গল্প অনুযায়ী, আগে থেকেই সব ঠিক করা রয়েছে। অর্থাৎ ঋদ্ধি খড়ির গাঁটছড়া বাঁধা হবেই হবে।
কিন্তু সেই গাঁটছড়া বাঁধার ধরন নিয়েই যত ট্রোল, মশকরা। সাম্প্রতিক প্রোমোতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়েছে ঋদ্ধি ও খড়ি। ঘাটে আচমকাই পা পিছলে জলের দিকে পড়ে যেতে থাকে ঋদ্ধি ওরফে গৌরব। বড় দুর্ঘটনা ঘটতে চলেছে দেখে শত্রুতা ভুলে ঋদ্ধির হাত আঁকড়ে ধরে খড়ি ওরফে সোলাঙ্কি।
কিন্তু ততক্ষণে ঋদ্ধির হাতে লেগে ছিটকে গিয়েছে ঘাটে দাঁড়িয়ে থাকা একটি মহিলার হাতের থালা। সেই থালায় থাকা সিঁদুর হাওয়ায় উড়ে পড়বি তো পড় ঠিক খড়ির সিঁথিতে। তখনি ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে সিরিয়ালের থিম সং। অর্থাৎ বিয়ে হয়ে গিয়েছে খড়ি ঋদ্ধির।
https://www.instagram.com/tv/CYB_hsBgRJ-/?utm_medium=copy_link
এই প্রোমোকে ঘিরেই যত কাণ্ড। নেটিজেনরা রসিকতা করে বলছেন ‘উড়ন্ত সিঁদুর’! একজন আবার প্রশ্ন তুলেছেন, সবসময় সিঁদুরই কেন উড়ে পড়ে? থালাটাও তো নায়িকার মাথায় পড়তে পারত। তারপর নায়িকার মাথা ফেটে যাওয়ার দৃশ্য দেখানো হত। আরেকজন কটাক্ষ করেছেন, এই এক বস্তাপচা গল্প আর কত সিরিয়ালে দেখানো হবে?
সিরিয়ালের গল্প অনুযায়ী, হীরে ব্যবসায়ী পরিবার সিংহরায় বাড়ির বড় ছেলে গৌরব। জহুরির চোখ তার। ব্যবসাই ধ্যানজ্ঞান। তার মেজ ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য এবং ছোট ভাই রিয়াজ। তাঁর মন আঁকা, শিল্পকলার দিকে। আবার গৌরবের সঙ্গে অনিন্দ্যর রেষারেষি। বড়ভাইয়ের যা পছন্দ হয় সেটাকেই হাতানোর দিকে নজর মেজভাইয়ের।
সোলাঙ্কিরা যখন সপরিবারে সিংহরায় পরিবারের জগদ্ধাত্রী পুজোয় এসে উপস্থিত হয় তখন করিৎকর্মা সোলাঙ্কিকে না দেখে গৌরবের চোখ পড়ে আপাত ঝকঝকে শ্রীমার উপরে। অপরদিকে সোলাঙ্কির সঙ্গে বাঁধে বিবাদ। কিন্তু শেষমেষ গাঁটছড়া বাঁধবেন দুজনেই।