বাংলা হান্ট ডেস্কঃ আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীকে। খুব দ্রুত কবি সুভাষ-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন করা হতে চলেছে, আপাতত এই খবরের সামনে এসে চলেছে। এক্ষেত্রে আংশিক ভাবে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পথের উদ্বোধন করতে চলেছে রেল কর্তৃপক্ষ, যেখানে মধ্যবর্তী পাঁচটি স্টেশন হতে চলেছে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়।
নিউ গড়িয়া থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পথের ঘোষণা হওয়ার পর দীর্ঘ ১০ বছরের উপর সময় কেটে গেলেও পরবর্তী সময়ে একের পর এক বাধা সৃষ্টি হতে থাকে। মাঝের বেশ খানিকটা সময় ইএম বাইপাসে জমি সংক্রান্ত সমস্যা সৃষ্টি হওয়ার কারণে অতি ধীর গতিতে চলে মেট্রো প্রকল্পের কাজ। তবে সকল জট কাটিয়ে গত ২৪ শে সেপ্টেম্বর নিউ গড়িয়া-রুবি মেট্রো পথের ট্রায়াল রান করা হয়।
কবি সুভাষ-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে এদিন মেট্রো রেলের জেনারেল জানান, “মেট্রো পথের নিরাপত্তা বিষয় জানতে সিআরএস অতি দ্রুত পরিদর্শন করবেন। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হতে পারে।” ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সর্বত্র।
শুধু তাই নয়, মেট্রো সূত্রে খবর, এই বছরই কলকাতায় অপর প্রান্তের মেট্রো পথের সূচনা হতে পারে। এর মধ্যে প্রধানত যে নামটি মূলত সামনে উঠে আসছে, সেটি হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা।
যদিও এখনো পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা আদৌ এ বছর শুরু করা যাবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি। বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ পর্যন্ত মেট্রো পথের উদ্বোধন করা গেলেও হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোপথের সূচনা কবে হতে চলেছে, সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী।