সুখবর! এক ধাক্কায় অনেকটাই সস্তা হবে গ্যাস, বিশেষ পরিকল্পনা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ সুখবর! লাগাতার বাড়তে থাকা গ্যাসের দাম (Gas Price) থেকে শিগগিরই রেহাই পেতে পারেন দেশের সাধারণ মানুষ। স্বস্তি জাগিয়ে শীঘ্রই সস্তা হতে পারে গ্যাস। বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে উদ্যত কেন্দ্র সরকার (Government)। কমবে রান্নার গ্যাসসহ সিএনজির দামও ।

প্রসঙ্গত বিগত কয়েক মাস থেকে ক্রমাগই বাড়ছে এলপিজির দাম। সাথেই পাল্লা দিয়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। গত মাসেও বৃদ্ধি পেয়েছে সিএনজির দাম। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্যসীমা নির্ধারণের পরিকল্পনা গড়ল কেন্দ্র সরকার ।

কেন্দ্রের দ্বারা গ্যাসের মূল্যসীমা নির্ধারণ ও গ্যাসের দাম পর্যালোচনা করার জন্য কমিটি একটি গঠনের পরিকল্পনা চলছে। কমিটির মাধ্যমে সরকারী খাতের কোম্পানিগুলির পুরানো ক্ষেত্রগুলি থেকে প্রাকৃতিক গ্যাসের মূল্যসীমা নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সরকারের এই সিদ্ধান্ত সফল হলে সিএনজি ও পিএনজি উভয় গ্যাসেরই দাম যে কমবে সে বিষয় নিশ্চিত ।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য কিরিট এস পারিখের নেতৃত্বে গঠিত কমিটিকে মূল্য নির্ধারণ সংক্রান্ত পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কমিটি তাদের এই সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে বলে সূত্রের খবর।

lpg gas pti 1612413984

কমিটির কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কমিটি মোট ২ ধরনের মূল্য নির্ধারণের পদ্ধতি পেশ করতে চলেছে। অঞ্চল বিশেষে পৃথক ফর্মুলা তৈরি করা যেতে পারে বলেও কমিটি সূত্রে জানানো হয়েছে। সাথেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) পুরানো ক্ষেত্র থেকে আসা গ্যাসের জন্য মূল্যসীমা নির্ধারণের সুপারিশ করতে পারে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর