দাদা আরিয়ানের সঙ্গে খেলায় ব‍্যস্ত ছোট্ট আব্রাম, দাদা-ভাইয়ের মিষ্টি মুহূর্ত ক‍্যামেরাবন্দি করলেন মা গৌরি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের সবে শুরু মাত্র। এর মধ‍্যেই ছুটির মুডে চলে গিয়েছে আব্রাম (abram khan)। বলিউড বাদশা শাহরুখ খানের সবথেকে কনিষ্ঠ পুত্র সে। বাবা মায়ের তো বটেই, দুই দাদা দিদিরও বড় আদরের আব্রাম। এদিন মা গৌরি খানের শেয়ার করা ছবিতেও উঠে আসল সেই ভালবাসারই ঝলক।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন গৌরি। দাদা ভাইয়ের একটি মিষ্টি মুহূর্ত উঠে এসেছে সেখানে। ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান (aryan khan) ভিডিও গেম খেলায় ব‍্যস্ত। অপরদিকে দাদার কোলে বসে মন দিয়ে খেলা দেখছে ভাই আব্রাম। দুই ভাইয়ের মধ‍্যে বয়সের পার্থক‍্য ১৫ বছরের। আরিয়ান এখন ২৩ বছরের আর আব্রাম পড়েছে আটে। ছোট্ট ভাইকে তাই বড় দাদার মতোই আগলে রাখেন আরিয়ান।


ছবিটি শেয়ার করে গৌরি লিখেছেন, ‘বয়েজ নাইট আউট’। দাদা ভাইয়ের ভালবাসায় লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে ২ লক্ষ। জোয়া আখতার, ভাবনা পাণ্ডে, অমৃতা অরোরা, শ্বেতা বচ্চনরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দুই ভাইকে। কিং খান স্বভাবজাত রসিকতায় লিখেছেন, ‘খেলাই এখনকার নতুন বন্ধন শক্তি। যে ভাইরা একসঙ্গে খেলে তাদের মধ‍্যে বন্ধনও মজবুত হয়।’

https://www.instagram.com/p/CUXKHF6o4La/?utm_medium=copy_link

তিন ছেলে মেয়ের ছবি মাঝে মধ‍্যেই বাবা মায়ের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে দেখা যায়। বিশেষ করে আদরের কন‍্যা সুহানার ছবি প্রায়ই শেয়ার করেন গৌরি। অতি সম্প্রতি ২১ বছরে পা দিয়েছেন সুহানা। ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ‍্যেই কলেজে টুকটাক নাটকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে। শীঘ্রই তাঁর বলিউডে ডেবিউয়ের কথাও শোনা যাচ্ছে।


অপরদিকে শাহরুখ গৌরির বড় ছেলে আরিয়ান খুব শিগগিরিই ২৪ এ পা দেবেন। চলতি বছরের মে মাসে ক‍্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করেছেন তিনি। শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ান একজন ফিল্মমেকার হতে চান। ছোটটি আটে পড়েছে। এই বয়সেই তাইকোন্ডো, দৌড়, ফুটবল, সুইমিং, বক্সিং সবেতেই নিজের প্রতিভা দেখাচ্ছে আব্রাম।

সম্পর্কিত খবর

X