‘শাহরুখের স্ত্রী’ হয়ে বাঁচতে রাজি নন, নিজের আলাদা পরিচয় আছে, স্পষ্ট দাবি গৌরি খানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের কিং খান শাহরুখ (Shahrukh Khan)। গোটা বিশ্বে তাঁর মহিলা অনুরাগীর সংখ‍্যা অগুন্তি। অভিনেতাকে এক ঝলক দেখার জন‍্য, একটি বার ছোঁয়ার জন‍্য ব‍্যাকুল হয়ে থাকেন লাখ লাখ মানুষ। অথচ তাঁরই জীবনসঙ্গিনী হয়ে কিনা স্বামীর সঙ্গে খুশি নন গৌরি খান (Gauri Khan)! শাহরুখের স্ত্রী বলে পরিচয় দেওয়াটা নাকি পছন্দ করেন না তিনি।

করন জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে গৌরি জানিয়েছিলেন, তারকার স্ত্রী এই তকমাটা একেবারেই পছন্দ নয় তাঁর। বিষয়টা শুনতে খুব অবাক লাগে বলে মন্তব‍্য করেন গৌরি। মানুষ তাঁকে আর পাঁচজনের মতো দেখলেই তিনি খুশি হন। তিনি উচ্চাকাঙ্খী নন। শুধু সকালে উঠে জিমে যেতে চান, সুস্বাস্থ‍্য, ভাল কাজ চান আর বাড়িতে ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান।


স্বামীর পরিচয়ে পরিচিত হলেও গৌরি পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি খুব ভাল কাজ করতে চাই। যেহেতু আমি ২০ তে শুরু করিনি তাই আমি হয়তো বিশ্বখ‍্যাত ডিজাইনার হতে পারব না। কিন্তু আমার বিশ্বাস কখনোই খুব বেশি দেরি হয় না। আমি যখনি কোনো কিছু ডিজাইন করি আমি চাই ওই বাড়ি বা অফিসটা সেরা হোক।”

উল্লেখ‍্য, ন‍্যাশনাল ইনস্টিটিউট অফ ফ‍্যাশন টেকনোলজি থেকে পাশ করেছেন গৌরি। বহু তারকার জন‍্য বাড়ি, অফিস ডিজাইন করে দিয়েছেন তিনি। করন জোহরের দুই সন্তানের জন‍্য নার্সারি, রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার বাড়ি আর জ‍্যাকলিন ফার্নান্ডেজের অ্যাপার্টমেন্ট নতুন করে ডিজাইন করেছেন গৌরি। পাশাপাশি অম্বানিদের বিলাসবহুল বাড়িতে একটি পার্টি রুমও ডিজাইন করেছেন তিনি।


বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহ‍রুখ গৌরি। ১৯৯১ সালে বিয়ে করেছিলেন দুজনে। তখন থেকে একসঙ্গেই রয়েছেন তাঁরা। পরকীয়ার গুঞ্জন কম জড়ায়নি শাহরুখের নামের সঙ্গে। কিন্তু সমস্ত নেতিবাচকতা দূরে সরিয়ে এখনো একসঙ্গে রয়েছেন শাহরুখ গৌরি।

X