এবার নামবে স্বস্তির বৃষ্টি! পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ সকালে হালকা মেঘ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ। বৃষ্টির দেখা নেই, বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এহেন পরিস্থিতি বিরাজ করে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিকর আবহাওয়ার কারণে হাঁসফাঁস অবস্থা মানুষের। তিন সপ্তাহ পূর্বে বর্ষা(Monsoon) প্রবেশ করলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টির সাক্ষী থাকেনি মানুষ। কবে নাগাদ পর্যাপ্ত বৃষ্টিপাত হতে পারে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে বর্তমানে নিম্নচাপের প্রভাবে আগামী ৪-৫ দিন একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে(North Bengal) অবশ্য স্বাভাবিকের তুলনায় অধিক বৃষ্টি হয়ে চলেছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৫%
বাতাস :  ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

আজকের আবহাওয়া
প্রতিবছর এই সময়ে বর্ষার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় কলকাতা সহ অন্যান্য একাধিক প্রান্তে। তবে এবছর কেবলমাত্র হালকা বৃষ্টিপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে মানুষকে। বরং রোদ এবং মেঘের খেলা মাঝে বর্ষা ঋতুতেও গরমে কাহিল হতে হচ্ছে সকলকে। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি এখন ভরসা মানুষের। হাওয়া অফিসের মতে, ঘূর্ণাবর্তের জেরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী ৪-৫ দিন কলকাতা সহ অন্যান্য একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টিপাত নামবে। এক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা পুরোপুরিভাবে স্বস্তি দেবে কিনা, তা সময় বলবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৫%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হওয়ার কারণে স্বস্তি মিলতে পারে। তবে সার্বিকভাবে এ বছর বৃষ্টিপাতের ঘাটতির পিছনে উত্তরে অধিক দুর্যোগের কারণটিকে চিহ্নিত করা হয়েছে। সকল বাধা পেরিয়ে কবে নাগাদ বর্ষার প্রভাব পড়তে চলেছে, সেই বিষয়ে স্পষ্ট ভাবে জানাতে পারেনি হাওয়া অফিস। আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী থাকবে মানুষ। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ আলাদা। জুন মাসের প্রথমেই বর্ষা প্রবেশ করার পর থেকে ক্রমশ ভারী বৃষ্টি হয়ে চলেছে উত্তরের একাধিক জেলায়। এমনকি এই দুর্যোগ বন্যার পরিস্থিতিও ডেকে আনে। বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। এক্ষেত্রে হালকা-মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির ফোঁটাতে সন্তুষ্ট থাকতে হবে সকলকে। ফলে গুমোট গরম কিছুটা কমবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা হ্রাস পাবে বলে জানা গিয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর