বাংলাহান্ট ডেস্ক : দেশের বাড় বৃদ্ধির জন্য এবার মোটা অঙ্কের টাকা বিনিয়োগের ঘোষণা করলেন গৌতম আদানি (Gautam Adani)। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রায় ১০০০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৫৮ হাজার ৫৫৯ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আদানি গোষ্ঠী (Gautam Adani)। আর এই লক্ষ্য পূরণ করতে প্রতি বছরেই ১৫-২০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আদানি গ্রুপ। এতে ৫ বছরে যেমন উদ্দেশ্য সফল হবে, তেমনই এতে দেশের অর্থনীতিতেও জোয়ার আসবে বলে আশা আদানা গোষ্ঠীর।
দেশে বিপুল বিনিয়োগের ঘোষণা আদানি গ্রুপের (Gautam Adani)
সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত SMISS-AP এর পঞ্চম বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা ঘোষণা করেন তিনি। প্রতি বছর ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই ভাবেই আগামী পাঁচ বছরে মোট বিনিয়োগের অঙ্ক গিয়ে দাঁড়াবে ১০০ বিলিয়নে।
কী বললেন গৌতম আদানি: এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে গৌতম আদানি (Gautam Adani) মন্তব্য করেন, দেশের ভবিষ্যতের উপরে তাঁদের বিশ্বাস রয়েছে। এ তারই প্রতিফলন। দেশের জনসংখ্যার ১৪০ কোটি মানুষের স্বপ্নকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : ডায়েরির পাতায় শুধু লেখা এই দুই শব্দ! আগে থেকেই নিজের মৃত্যু টের পেয়েছিলেন উত্তম কুমার?
আদানি গ্রুপের সাফল্য বর্ণনা: তিনি এদিন আদানি গ্রুপের (Gautam Adani) সাফল্যের কথা বলতে গিয়ে জানান, মুন্দ্রা বন্দর প্রথমে একটি সাধারণ লবণ বয়ে নিয়ে যাওয়ার বন্দর ছিল। কিন্তু বর্তমানে তা দেশের মধ্যে বৃহত্তম মাল্টি কার্গো বন্দরে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যেই ১০০ গিগা ওয়াট শক্তি উৎপাদনের পরিকল্পনাও রয়েছে আদানি গোষ্ঠীর। তাপবিদ্যুতের মতো অপুনর্নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন যেন জলবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে আদানি গ্রুপের।