এক ধাক্কায় ৪০ হাজার কোটি টাকা আয় করলেন গৌতম আদানি! ক্রমশ পেছনে ফেলছেন আম্বানিকে

বাংলা হান্ট ডেস্ক: মোট সম্পদের বিচারে ভারতের অন্যতম দুই ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র মধ্যে সর্বদাই একটা জোরালো টক্কর পরিলক্ষিত হয়। তবে, এবার এই পরিসংখ্যানে আম্বানির তুলনায় অনেকটাই এগিয়ে গেলেন গৌতম আদানি। এমনিতেই, সাম্প্রতিক কালে আদানি গ্রুপের শেয়ারের মূল্য ক্রমশ বাড়ছে। আর এর ওপর ভিত্তি করেই গৌতম আদানির সম্পদের পরিমানও দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে।

ইতিমধ্যেই ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, গত সোমবার আদানির মোট সম্পদ এক লাফে প্রায় ৫.২০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০,৮৮৪ কোটি টাকা) বেড়েছে। শুধু তাই নয়, এই বিপুল লাভের ফলে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমান বেড়ে ১২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এমতাবস্থায়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় তিনি চতুর্থ স্থানে এবং এশিয়ায় প্রথম স্থানে রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরে আদানির মোট সম্পদ ৪৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এমনকি, বিশ্বের শীর্ষ দশ ধনকুবেরের মধ্যে বাকি ব্যক্তিদের মোট সম্পদের পরিমান কমে গেলেও আদানির ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে।

জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের সাতটি কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস এবং আদানি এন্টারপ্রাইজের বাজার মূল্য ৩ লক্ষ কোটি টাকারও বেশি। এদিকে, আদানি এখন টেলিকম সেক্টরেও প্রবেশ করতে চলেছেন। তিনি সদ্য সমাপ্ত 5G স্পেকট্রাম নিলামে অংশ নিয়েছিলেন। যদিও আদানি গোষ্ঠী জানিয়েছে যে তারা এই স্পেকট্রামটি তাদের নিজস্ব ব্যবহারের জন্য ব্যবহার করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, তারা টেলিকম সেক্টরে একটি বড় বাজি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

একাদশ স্থানে পৌঁছলেন মুকেশ আম্বানি: এদিকে, গত সোমবার দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদের পরিমান ২.৬৩ বিলিয়ন ডলার বেড়েছে। এর পাশাপাশি, বর্তমানে তাঁর মোট সম্পদ এখন ৯২.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে তাঁর মোট সম্পদ ২.২৪ বিলিয়ন ডলার বেড়েছে। এক সময় বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছিলেন মুকেশ আম্বানি। কিন্তু এখন সেই তালিকায় একাদশ স্থানে রয়েছেন তিনি। এমতাবস্থায়, আদানি এই পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে তাঁর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। উভয়ের মধ্যে মোট সম্পদের পার্থক্য হল ৩১ বিলিয়ন ডলারেরও বেশি।

IMG 20210521 143708 1

কারা শীর্ষে রয়েছেন: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, আপাতত বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা রয়েছে ইলন মাস্কের কাছে। তিনি ২৫০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন। পাশাপাশি, Amazon-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমান হল ১৫৯ বিলিয়ন ডলার। এছাড়াও, ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ১৪৮ বিলিয়ন ডলারের মালিক হয়ে এই তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। অপরিদকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমান হল ১১৭ বিলিয়ন ডলার। তিনি এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর