ফের বড়সড় পদক্ষেপ! এবার এই বিদেশি সংস্থার সমগ্ৰ ভারতীয় ব্যবসা কিনতে চলেছেন গৌতম আদানি

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী গৌতম আদানি এবার আরও একটি বড় ব্যবসায়িক পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যেই একটি বড় চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে আদানি গ্রূপ। জানা গিয়েছে যে, এবার বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি কেনার প্রস্তুতি নিচ্ছে এই গ্রুপ।

আসলে, Ambuja এবং ACC সিমেন্টের মূল কোম্পানি Holcim Limited এবার ভারতে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এমতাবস্থায়, আদানি গ্রুপ Holcim-এর ভারতীয় সিমেন্ট ব্যবসা কিনতে ইচ্ছুক। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি সূত্র মারফত জানা গিয়েছে যে, ১৩.৫ বিলিয়ন ডলারের মূল্যে পুরো ব্যবসাটি কেনার ক্ষেত্রে ক্রেতা তালিকার শীর্ষে রয়েছে আদানি গ্রুপ।

Ambuja এবং ACC-কে অধিগ্রহণের দৌড়ে এগিয়ে আদানি:
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন যে, “আদানি Ambuja এবং ACC-কে অধিগ্রহণের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।” জানা গিয়েছে, আদানি গ্রুপের প্রমোটার সংস্থাগুলি Ambuja এবং ACC সিমেন্টের ক্ষেত্রে Holcim-এর শেয়ার কিনতে ১১ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে পারে। যেহেতু অধিগ্রহণে মালিকানার পরিবর্তন জড়িত থাকবে, তাই উভয় কোম্পানির পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য আলাদা “ওপেন অফার” বাধ্যতামূলক হবে।

পাশাপাশি, সূত্র জানিয়েছে যে, আদানি গ্রুপ পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য প্রমোটার শেয়ার কেনার পর একটি ওপেন অফার শুরু করতেও অতিরিক্ত ২.৫-৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

সিমেন্ট খাতে আধিপত্য বিস্তার করবে আদানি:
এদিকে, এই বিনিয়োগের ফলে সিমেন্টসহ উৎপাদনজাত চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। আদানি গ্রূপ যদি Ambuja এবং ACC সিমেন্টকে অধিগ্রহণ করে নেয় তাহলে এই গ্রুপ বার্ষিক ৬৭ মিলিয়ন টন (MTPA) সম্মিলিত উৎপাদন ক্ষমতা সহ সিমেন্ট সেক্টরে ২ নম্বর স্থানে পৌঁছে যাবে।

সূত্রের খবর, আদানি গ্রুপ সিমেন্ট ব্যবসায় বড় পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি, তারা গত বছরের জুনে আদানি সিমেন্ট ইন্ডাস্ট্রিজ নামে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের অধীনে একটি সহায়ক সংস্থাও গঠন করেছে। শুধু তাই নয়, তার সাথে সাথে আদানি গুজরাটে একটি ফ্লাই অ্যাশ-ভিত্তিক সিমেন্ট উৎপাদন সুবিধা এবং মহারাষ্ট্রে ১,০০০ কোটির প্রাথমিক বিনিয়োগের সাথে একটি ছোট ৫-mtpa সিমেন্ট প্ল্যান্ট স্থাপন করার পরিকল্পনাও গ্রহণ করেছে৷

Holcim ১৭ বছর ধরে ভারতে ব্যবসা করছে:
প্রসঙ্গত উল্লেখ্য, Holcim গ্রুপের সংস্থাগুলি গত ১৭ বছর ধরে ভারতে ব্যবসা করছে। অম্বুজা সিমেন্ট, এসিসি লিমিটেড এবং মাইসেম নামে ভারতে Holcim-এর তিনটি বড় ব্র্যান্ড রয়েছে। এছাড়াও, অম্বুজা সিমেন্ট এবং ACC লিমিটেড ভারতীয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তও রয়েছে। অম্বুজা সিমেন্টের মোট মূল্য ৭২,৫১৫ কোটি টাকা, যার মধ্যে Holcim কোম্পানির ৬৩.১৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি, ACC-এর মার্কেট ক্যাপ ৪২,১৪৮ কোটি টাকা। যেখানে এই সুইস কোম্পানির ৫৪.৫৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

goutam adani

Ambuja এবং ACC-র শেয়ারের দাম:
বর্তমানে অম্বুজা সিমেন্টের শেয়ার বিএসই ইন্ট্রাডে-তে সামান্য বৃদ্ধি পেয়ে ৩৬৬.১৫ টাকায় লেনদেন করছে। অপরদিকে, ACC সিমেন্টের শেয়ার ১ শতাংশ কমে ২২২২.৭৫ টাকায় লেনদেন করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর