আদানি করে দেখালেন কামাল! আম্বানিকে হারিয়ে হলেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের, লাফিয়ে বাড়ল সম্পদ

বাংলা হান্ট ডেস্ক: ধনকুবেরদের তালিকায় এবার ফের কামাল করে দেখালেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। বন্দর, বিমানবন্দর থেকে শুরু করে সিমেন্ট এবং গ্রিন এনার্জি সেক্টর সহ আরও একাধিক ক্ষেত্রে ব্যবসা বিস্তার করে রাখা গৌতম আদানি এখন এশিয়া ও দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে তিনি দীর্ঘদিন ধরে এই তালিকায় প্রথম স্থানে থাকা মুকেশ আম্বানিকেও পেছনে ফেলেছেন।

আম্বানিকে হারিয়ে দিলেন আদানি (Gautam Adani):

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের শুরুতে হিন্ডেনবার্গ রিসার্চের নেতিবাচক রিপোর্টের মুখোমুখি হতে হয়েছিল আদানি গ্রুপকে। যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই গ্রুপ এবং গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদে বিপুল পতন ঘটে। শুধু তাই নয়, ওই ধাক্কার রেশ কাটিয়ে উঠতে আদানি গ্রুপের বেশ কয়েক মাস সময় লেগে যায়। এদিকে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ অনুসারে, গত ৩১ জুলাই পর্যন্ত তথ্য অনুসারে গৌতম আদানি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ১১.৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

   

Gautam Adani is India's richest person after losing Mukesh Ambani.

প্রতি ৫ দিনে ১ জন বিলিয়নেয়ার: হুরুন ইন্ডিয়ার তালিকায় বলা হয়েছে যে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত, এই বছর ভারত প্রতি ৫ দিনে একজন বিলিয়নেয়ার তৈরি করেছে। এশিয়ায় ওয়েল্থ ক্রিয়েশনের ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। অপরদিকে এইক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে চিন। ২০২৪ সালের মধ্যে ভারতের ওয়েল্থ ক্রিয়েশন ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এইভাবেই বর্তমানে ভারতে ধনকুবেরদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪-এ।

আরও পড়ুন: সেপ্টেম্বর মাসে চাল পরিবতর্ন করবে একাধিক গ্রহ! ভাগ্য চমকাবে এই ৫ রাশির, হবে টাকার বৃষ্টি

তালিকায় এই ধনকুবেররাও রয়েছেন: এদিকে, এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে চলে এসেছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১০.১৪ লক্ষ কোটি টাকা। যেখানে HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদার এবং তাঁর পরিবার ৩.১৪ লক্ষ কোটি টাকার সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: বিপদের নেই শেষ! পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, সতর্কতা জারি করল NASA

এর পাশাপাশি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের মালিক এস. পুনাওয়ালা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভি। গত ৫ বছরে, এই ৬ ধনকুবের ক্রমাগত ভারতের শীর্ষ-১০ বিলিয়নেয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও, এই তালিকায় কুমার মঙ্গলম বিড়লা ও তাঁর পরিবার ষষ্ঠ স্থানে, গোপীচাঁদ হিন্দুজা সপ্তম স্থানে, রাধাকৃষ্ণ দামানি অষ্টম স্থানে, আজিম প্রেমজি নবম স্থানে এবং নীরজ বাজাজ ও তাঁর পরিবার দশম স্থানে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর